আশাবুল হোসেন, কলকাতা : জল্পনার অবসান। শুক্রবার প্রার্থীতালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস।
একসঙ্গে রাজ্যের ২৯৪ আসনের জন্য পূর্ণাঙ্গ তালিকাই প্রকাশ করা হবে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।
গত শুক্রবার পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় এবার বঙ্গে ভোট।
ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মনে প্রশ্ন ঘুরছিল কবে নাগাদ হতে পারে বিভিন্ন দলের প্রার্থীঘোষণা। সেই প্রশ্নের উত্তর মিলল।
ভোটের দিনঘোষণার ঠিক এক সপ্তাহ বাদে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। এর মাঝে রাজ্যের শাসকদল আলোচনার মাধ্যমে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলেছে। তৃণমূলের নির্বাচনী কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছে ৮০ বছরের বেশি কাউকে দেওয়া হবে না প্রার্থীপদ।
এর মাঝেই জল্পনা ভেসে ওঠে, তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। তাই সেই প্রার্থী তালিকায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।
অবশ্য আর মাঝে কয়েকঘণ্টা তারপরই মিলবে যাবতীয় প্রশ্নের উত্তর।
(আরও পড়ুন-
বিজেপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি, আলোচনা হবে দিল্লিতে)
এদিকে, বুধবার দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেছেন, আজ দলের নির্বাচন সমিতির বৈঠক ছিল। সেখানে বিভিন্ন স্তর থেকে প্রার্থী হিসেবে যে নামগুলি এসেছে, তা নিয়ে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে প্রতি আসনের চার-পাঁচ জন করে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি হয়েছে।
তালিকা নিয়ে দিল্লিতে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে আলোচনা হবে। এ জন্য দলের রাজ্য নেতৃত্ব সম্ভবত আজই দিল্লি যাবেন। আগামিকাল বোর্ডের বৈঠকে আলোচনা হবে। দিলীপ ঘোষ জানিয়েছেন, পরশু অর্থাৎ শুক্রবার প্রথম দুটি দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।