নয়াদিল্লি: গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমি মামলায় চূড়ান্ত রায় জানিয়েছে বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্মোহী আখড়া, সুন্নি ওয়াকফ বোর্ড ও রামলালা বিরাজমান, এই তিন মামলাকারীর দায়ের করা মমলার রায়ে শীর্ষ আদালত রায় দেয়, বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দির। আদালতের নির্দেশ, সরকার তিন মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করে মন্দির নির্মাণের কাজ শুরু করবে। একই সঙ্গে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়ার কথাও রায়ে জানায় শীর্ষ আদালত। এক হাজার পয়তাল্লিশ পাতার এই রায়ে প্রথম থেকেই অখুশি সুন্নি ওয়াকফ বোর্ড। যদিও রিভিউ পিটিশন নিয়ে কোনও পাকাপোক্ত সিদ্ধান্তের পথে তারা হাঁটেননি। তবে রবিবার দীর্ঘ আলোচনার পর অল ইন্ডিয়া পার্সনাল ল বোর্ড সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল, তারা শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করবে।
বৈঠকের পর অল ইন্ডিয়া পার্সনাল ল বোর্ডের তরফে সঈদ কাসিম রসুল ইলিয়াস বলেন, “অযোধ্যা মামলায় শীর্ষ আদালত যে রায় ঘোষণা করেছে তা পুনর্বিবেচনার আবেদন করবে বোর্ড।” রবিবার জমিয়েত উলমায়ে হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি বলেন, “আমরা নিশ্চিত, রায় পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দেওয়া হবে। কিন্তু এটা আমাদের অধিকার।” রায় পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়ে মৌলানা সুফিয়ান সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “অনেক গোষ্ঠীই শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। কিন্তু আজ অল ইন্ডিয়া পার্সনাল ল বোর্ড একটি বৈঠক ডেকে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে।”