চেন্নাই: মহেঞ্জোদারো ছবিতে হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রাখেন পূজা হেগড়ে। বলিউডে টুকিটাকি কাজ করলেও তাঁর মূল ফোকাস দক্ষিণী ছবি। কিন্তু পূজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সহ অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে অপমান করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, পূজামাস্টঅ্যাপলোজাইজ, পূজাকে ক্ষমা চাইতে হবে।

যাবতীয় বিতর্কের সূত্রপাত পূজার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তাতে সামান্থার মাজিলি ছবির একটি স্টিল পোস্ট করা হয়, নীচে ক্যাপশন, ওকে সুন্দরী বলে মনেই হয় না।


ব্যস, শুরু হয়ে যায় হইচই। হাউসফুল ৪-এর অভিনেত্রীর অবশ্য দাবি, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এ ব্যাপারে বিন্দুবিসর্গ কিছু তিনি জানেন না। অনুরাগীদের ওই অ্যাকাউন্টে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বা কোনও আমন্ত্রণ গ্রহণ করতে বারণ করেছেন তিনি।



ঘণ্টাখানেকের মধ্যেই অবশ্য পূজার টেকনিক্যাল টিম তাঁর অ্য়াকাউন্ট মেরামত করে ফেলে। এ জন্য তাঁদের ধন্যবাদ দেন তিনি।



কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #পূজামাস্টঅ্যাপলোজাইজ। বিতর্কিত পোস্ট ডিলিট করা হলেও বিতর্ক মেটেনি এতটুকু।





পূজার ফ্যানেরাও আস্তিন গুটিয়ে মাঠে নেমে পড়েন, তাঁরাও ট্রেন্ড করান #উইসাপোর্টপূজাহেগড়ে।