নয়াদিল্লি: পুঞ্চের মান্ডি সেক্টরে ধস। ধসে ক্ষতিগ্রস্ত সরকারি স্কুল বিল্ডিং। ২ টি ক্লাসরুম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে অফিসঘরও। এই পরিস্থিতিতে স্কুলে ক্লাস করা যাচ্ছে না বলে মিলেছে খবর। পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে চলছে পঠন পাঠনের কাজ।
আরও পড়ুন, মাছ ধরতে গিয়ে উত্তাল নদীর মুখোমুখি, রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ !
ভারী বৃষ্টির জেরে কাশ্মীরের পুঞ্চে ভূমিধস। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জমমু-কাশ্মীরের মান্ডি সেক্টরের একটি সকুল। মোট পাঁচটি ক্লাসরুমের মধ্যে সমপূর্ণরূপে ক্ষতিগ্রস্ত সকুলের দুটি ক্লাসরুম, ব্যবহারের উপযোগী আর মাত্র দুটি ঘর। কম ঝুঁকি নেই সেখানেও। ভেঙে পড়েছে অফিসঘরও। আগামী সপ্তাহে আরও ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। সেইসঙ্গে বাড়ছে ভূমিধসের আশঙ্কা। এই অবস্থায়, সকুল মেরামতের জন্য সরকারি হস্তক্ষেপের অনুরোধ সকুল কর্তৃপক্ষের।
সাম্প্রতিক কালে উঠে আসা উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, বীভৎস প্রাকৃতিক বিপর্যয়ের ছবি ভয় ধরাচ্ছে এ রাজ্যের পাহাড়ের বাসিন্দাদের। যত্রতত্র পাহাড় কেটে বেআইনি নির্মাণ থেকে পাহাড় কেটে টানেল তৈরি, হাইড্রোপ্রজেক্ট এসবের জেরে ক্রমশ ধসের প্রবণতা বাড়ছে দার্জিলিং, কালিম্পঙে। এখন সেখানে কী পরিস্থিতি? বিষেশজ্ঞরা কী বলছেন? উত্তরাখণ্ডে পাহাড় থেকে নেমে আসা মৃত্য়ুদূত গিলে খেয়েছে বিস্তীর্ণ এলাকাকে।সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে খড়কুটোর মতো ভেসে গিয়েছে অসংখ্য় বাড়ি-হোটেল। খোঁজ নেই বহু মানুষের।
আর উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বিপর্যয়ের এই ছবি দেখার পর থেকে বহু মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাতেও কি কখনও এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পঙের মতো এলাকাতেও কি ঝুঁকি বাড়ছে? পাহাড়ের গায়ে যেভাবে বেআইনি হোটেল কিংবা ফ্ল্য়াট গড়ে উঠছে, তাই কি একদিন বড়সড় বিদপ ডেকে আনতে পারে? ইংরেজ আমলে পাহাড়ে বেশিরভাগ নির্মাণই ছিল কাঠের। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে কংক্রিট। অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র। বিশেষজ্ঞদের মতে, তিস্তা ও তার শাখানদীর ওপর গত কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কৃত্রিমভাবে জলের ধারা আটকে দেওয়ার ফলে তার চাপ বাড়ছে!সেইসঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)