বেলেঘাটায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে আটকে মৃত্যু বৃদ্ধার

রাতভর প্রবল বৃষ্টির ফলে শহরের উত্তর থেকে দক্ষিণ, বেশ কিছু জায়গায় জল জমেছে

Continues below advertisement

কলকাতা: প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েন এক বৃদ্ধা।  কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন পুলিশ ও  বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Continues below advertisement

যদিও, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ধ্বংসস্তূপে বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি আটকে পড়েছিলেন। কিন্তু তাঁদের আগেই উদ্ধার করা হয়।  ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডে ওই ঘটনা ঘটেছে।

রাতভর প্রবল বৃষ্টির ফলে শহরের উত্তর থেকে দক্ষিণ, বেশ কিছু জায়গায় জল জমেছে। লকডাউনের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। রাস্তায় যে সব গাড়ি বেরিয়েছে, তাদেরও যেতে হচ্ছে জল ঠেলে। বৃষ্টির কারণে রাস্তায় লোকের সংখ্যাও অনেক কম।

বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বেলার দিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের চার জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী চারদিনে সরে যাবে রাজস্থানের দিকে। সেই কারণেই বৃষ্টি কমার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের যে চার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া।

বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Continues below advertisement
Sponsored Links by Taboola