কলকাতা: বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। আলুর জোগান কম থাকায় সমস্যায় পড়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। তাই এবিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক( Naveen Patnaik )। 


আলুর জোগান কমে সমস্যা ওড়িশায়: লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর তার আগে থেকেই দেশের অন্যান্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। এই আবহে প্রতিবেশী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, "প্রবল বৃষ্টির জন্য ওড়িশার বাজারে আলুর জচোগান কম। যার জেরে বাজারে আলুর দাম বাড়ছে। তাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। আলু বোঝাই ট্রাক বাংলা-ওড়িশা বোর্ডারে দাঁড়িয়ে আছে। আমি আপনাকে অনুরোধ করছি এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং ওড়িশায় আলু সরবরাহ নিশ্চিত করুন।"


 







রাজ্যের বাজারে ঊর্ধ্বমুখী আলুর দাম। চলতি সপ্তাহে নবান্ন সাফ নির্দেশ দেওয়া হয়, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এরপরই কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সূত্রের খবর, বুধবার, কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে। এদিকে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ৬০ নম্বর জাতীয় সড়কে প্রায় শ'খানেক আলু বোঝাই ট্রাক আটক করল পুলিশ। সূত্রে খবর, আলু ভর্তি ট্রাকগুলি ওড়িশায় যাচ্ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যে আলুর দাম বৃদ্ধির মধ্যে যাতে ভিন রাজ্য়ে আলু পাচার না হয়, তা রুখতেই এই ট্রাকগুলি আটক করা হয়েছে।                               




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata Metro: টিকিট কাউন্টার থেকে আর টিকিট পাবেন না এই তিন মেট্রো স্টেশনে, বন্ধ হচ্ছে পরিষেবা