অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিন স্টেশনের টিকিট কাউন্টার। আগামী মাস থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বন্ধ হচ্ছে মেট্রোর টিকিট কাউন্টার: কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ অগাস্ট থেকে শহরের তিনটি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। এই তিন স্টেশনের মধ্যে রয়েছে পার্পল লাইনের তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। এই স্টেশনগুলিতে ওই দিন থেকে (১ অগাস্ট) টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও  উপস্থিত থাকবেন না।


প্রশ্ন হল কীভাবে এই তিন মেট্রো স্টেশন থেকে যাতায়াত করলে টিকিট পাবেন? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে স্মার্ট কার্ড, টোকেন, QR কার্ড সহ কাগজের টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টেশনে রয়েছে এই মেশিন। এই মেশিনে UPI- এর সাহায্যেও টিকিটা কাটতে পারবেন যাত্রীরা। ৬ মাস এই পাইলট প্রকল্প চালু রেখে যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখবে তারা।


কলকাতা মেট্রো জানিয়েছে, "যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। তাঁরা এই মেশিনগুলি থেকে তাঁদের স্মার্ট কার্ডও  রিচার্জ করতে পারবেন। এই তিনটি স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে ASCRM মেশিন বসানো হয়েছে। যাত্রীরা ASCRM -এ UPI এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আগামী ৬ মাস মেট্রো পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। ৬ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Electricity Bill Hike Protest: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ,পথে নামল বিজেপি