নয়াদিল্লি: ৬০ বছরের ঊর্ধ্বে বয়স হলে পোস্ট অফিসে(Post Office) যেতে হবে না। প্রবীণ নাগরিকদের(Senior Citizens) কথা মাথায় রেখে বিশেষ সুবিধা দিচ্ছে ইন্ডিয়া পোস্ট (India Post)। বাড়িতে বসেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS)-এর টাকা তুলতে পারবেন আমানতকারীরা।  


সম্প্রতি নতুন এই সুবিধার কথা ঘোষণা করেছে ইন্ডিয়া পোস্ট(India Post)। যেখানে বলা হয়েছে, প্রবীণ নাগরিকরা চাইলেই টাকা তোলার জন্য অনুমোদিত কোনও ব্যক্তিকে পোস্ট অফিসের(Post Office) শাখায় পাঠাতে পারেন।সব পোস্ট অফিসেই এই ধরনের সুবিধা পাবেন সিনিয়ন সিটেজেনরা(Senior Citizens)। বিশেষ করে বয়স্ক পেনশনারদের বিষয়ে ভেবেই এই ধরনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বয়সজনিত রোগের কারণে পোস্ট অফিসে যেতে পারেন না প্রবীণ নাগরকিকরা। টাকা তোলা বা মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিলেও তা করতে পারেন না তাঁরা। 


মূলত, পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড Public Provident Fund (PPF)ও সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে Senior Citizens Savings Scheme (SCSS) বেশি বিনিয়োগ থাকে প্রবীণ নাগরিকদের। সাধারণের থেকে বেশি সুদ ও পোস্ট অফিসের সরকারি সুরক্ষার নিশ্চয়তা থাকায় ইন্ডিয়া পোস্টের দিকে ঝোঁকেন তাঁরা। 


কীভাবে অনুমোদিত ব্যক্তিকে পাঠিয়েই PPF ও SCSS - এর টাকা তুলতে পারবেন প্রবীণ নাগরিকরা ?


এই ধরনের সুবিধা পেতে গেলে SB-12 আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে সিনিয়র সিটিজেনকে। কেবল সাক্ষরজ্ঞান সম্পন্ন প্রবীণ নাগরিক এই সুবিধা পেতে পারেন। পরবর্তীকালে প্রবীণ নাগরিকের উত্তরাধিকারী ওই ফর্মে সই করে কাউকে অনুমোদিত ব্যক্তি হিসাবে পোস্ট অফিসে পাঠাতে পারেন।


পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডার হলে SB-7 ও SB-7B লাগবে সিনিয়র সিটিজেনদের।এই দুই ফর্মের মাধ্যমে মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধ ও আংশিক টাকা তোলার অনুমতি দেওয়া হবে প্রবীণ নাগরিকদের।


নিজে না গিয়ে অনুমোদিত ব্যক্তিকে দিয়ে টাকা তোলাতে অ্যাকাউন্ট হোল্ডারের সেল্ফ অ্যাটেস্টেড পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র লাগবে। এই দুই প্রামাণ্য নথি অথরাইজ পার্সন বা অনুমোদিত ব্যক্তির ক্ষেত্রেও লাগবে। 


টাকা তোলার ক্ষেত্রে ওই প্রবীণ নাগরিককে তাঁর পাসবুক পোস্ট অফিসে জমা দিতে হবে।


লেনদেন করার আগে প্রবীণ নাগরিকের স্বাক্ষর মিলিয়ে দেখবেন পোস্ট অফিসের কর্মীরা। তবেই টাকা তোলার অনুমতি পাবেন গ্রাহক।     


 আরও পড়ুন : Post Office Savings Account: পোস্ট অফিস যেতে হবে না, কীভাবে অনলাইনে খুলবেন সেভিংস অ্যাকাউন্ট ?


আরও পড়ুন : Post Office MIS scheme: প্রতি মাসে পাবেন ৫০০০টাকা , এই স্কিমে টাকা রাখলে দ্বিগুণ হবে আমানত


আরও পড়ুন : SBI Update : ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, ফের 'সতর্ক করল' SBI