নয়াদিল্লি: ফের গ্রাহকদের সতর্ক করল দেশের বৃহত্তম ব্যাঙ্ক। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে সব State Bank of India (SBI)-এর গ্রাহককে। ট্যুইটারে এই নিয়ে বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক।


SBI-এর তরফে বলা হয়েছে, চলতি মাস শেষ হওয়ার আগেই প্যান কার্ডের(PAN CARD)সঙ্গে আধার কার্ড (Aadhaar card) লিঙ্ক করাতে হবে কাস্টমারদের। ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না করালে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা পেতে সমস্যা হবে গ্রাহকের।


এই বলেই অবশ্য থেমে থাকেনি স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, প্যানের সঙ্গে আধার যোগ করাটা বাধ্যতামূলক। অন্যথায় প্যান কার্ড অচল হয়ে যাবে। ফলে ব্যাঙ্কে নির্দিষ্ট লেনদেন করতে অসুবিধা হবে গ্রাহকের।তবে এই প্রথমবার নয়।এর আগেও বেশ কয়েকবার প্যানের সঙ্গে আধারের সংযোগের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই সময় সীমা পেরিয়ে যাওয়ায় এবার ফের ৩০ সেপ্টেম্বর প্যান-আধারের সংযুক্তিকরণের শেষ তারিখ দিয়েছে সরকার। কাস্টমারদের সেই নির্দেশ মানতে বলছে স্টেট ব্যাঙ্ক।  



কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার জুড়বেন ?
প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ফিলিং পোর্টালে যান।
বাঁ দিকে আধার কার্ড লিঙ্ক সেকশনে ক্লিক করুন।
এখানে আপনার প্যান নম্বর আধার নম্বর নাম লিখে দিন
এবার ক্যাপচা ডিটেইল ফিলআপ করুন
শেষে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। আপনার প্যান-আধার লিঙ্কিং কমপ্লিট।
এর পরবর্তী কাজ আয়কর দফতরের। 


সবার পথেই হাঁটছে LIC
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে বলেছে সরকার। অতীতেও বার বার এই সময় সীমা বাড়ানো হয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ করার নির্দেশ দিয়েছে মার্কেট রেগুলেটর অথরিটি (SEBI)। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে বিনিয়োগকারীদের সমস্যার মুখ পড়তে হবে। এমনটা আগাম জানিয়ে রেখেছে Security Exchange Board Of India। এবার সেই একই রাস্তায় হেঁটেছে LIC। সব পলিসি হোল্ডারদের প্যানের সঙ্গে LIC Policy জুড়তে বলেছে সংস্থা।  


আরও পড়ুন : SBI customer Alert ! শূন্য হতে পারে অ্যাকাউন্ট, আপনার ফোনে এই ৪ অ্যাপ নেই তো ?


আরও পড়ুন : SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই