নয়াদিল্লি: কোভিড-১৯ যুদ্ধে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের বিমার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।


আপনি কি গৃহ-ঋণ নেওয়ার কথা ভাবছেন? কিন্তু, আপনার জন্য সঠিক ইএমআই কত, তা ঠিক করতে পারছেন না? চিন্তা নেই। সহজে নিজেই হিসেব করে নিন। ক্লিক করুন এখানে


বিমার মেয়াদ ১৮০ দিন বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ বিমা প্রকল্পে গত ৩০ মার্চ এই স্বাস্থ্যবিমার কথা ঘোষণা করা হয়েছিল। প্রথম পর্বে তার মেয়াদ ছিল তিন মাস। পরবর্তীকালে তা আরও তিনমাস বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এবার সেই মেয়াদই আরও ছ'মাস বাড়ানো হল।


এই স্বাস্থ্যবিমার আওতায় থাকা ব্যক্তিরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন। এর মধ্যে কমিউনিটি হেলথ ওয়ার্কার বা জনস্বাস্থ্যকর্মীরা যাঁরা কোভিড-১৯ আক্রান্তের সেবা করছেন তাঁরাও রয়েছেন।


আপনি কি গাড়ি-ঋণ নেওয়ার কথা ভাবছেন? কিন্তু, আপনার জন্য সঠিক ইএমআই কত, তা ঠিক করতে পারছেন না? চিন্তা নেই। সহজে নিজেই হিসেব করে নিন। ক্লিক করুন এখানে


কারণ প্রতিনিয়ত তাঁদের দেখভাল করার ফলে স্বাস্থ্য কর্মীদের সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। এই স্বাস্থ্যবিমার আওতায় রয়েছেন বেসরকারি হাসপাতালের কর্মীরা, অবসরপ্রাপ্ত ব্যক্তি, স্বেচ্ছাসেবক সহ করোনা যুদ্ধে সামিল ব্যক্তিরা।


অন্য স্বাস্থ্যবিমার থেকে এই স্বাস্থ্যবিমার অনেকটাই ফারাক রয়েছে। কভারেজের ঊর্ধ্বসীমা যেমন বেশি তেমনই ব্যক্তিগত ভাবে নাম নথিভুক্তকরণের প্রয়োজন হয় না। এই বিমার প্রিমিয়ামের পুরোটাই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বহন করে। প্রিমিয়ামের জন্য কেন্দ্রীয় সরকার নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে।


আপনি কি শিক্ষা-ঋণ নেওয়ার কথা ভাবছেন? কিন্তু, আপনার জন্য সঠিক ইএমআই কত, তা ঠিক করতে পারছেন না? চিন্তা নেই। সহজে নিজেই হিসেব করে নিন। ক্লিক করুন এখানে


মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ৬১ জনকে বিমার টাকা দিয়ে দেওয়া হয়েছে। ১৫৬টি আবেদন খতিয়ে দেখছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি। রাজ্যগুলির তরফে ৬৭টি আবেদন এখনও জমা পড়া বাকি।


আপনি কি ব্যক্তিগত-ঋণ নেওয়ার কথা ভাবছেন? কিন্তু, আপনার জন্য সঠিক ইএমআই কত, তা ঠিক করতে পারছেন না? চিন্তা নেই। সহজে নিজেই হিসেব করে নিন। ক্লিক করুন এখানে