গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের মৃত্যুর ঘটনার পর থেকে বার বার নানা মহল থেকে বলা হয়েছে যে সুশান্ত আত্মহত্যা করেননি, কেউ বা কারা তাঁকে হত্যা করেছে, আর যদি আত্মহত্যা করেও থাকেন, তার পিছনেও প্রত্যক্ষ প্ররোচনা যুগিয়েছেন বেশ কয়েক জন স্টার। এমনকী টিনসেল টাউনের চিরন্তন নেপোটিজম এবং স্টারকিডদের জবরদস্তি নিয়েও বিস্তর সমালোচনা হয়। সেই আগুনেই নতুন করে ঘি ঢেলে দিলেন বিবেক।
বিবেক জানিয়েছেন, গত দশ বছরে বলিউডে ড্রাগের আনাগোনা বেড়ে গিয়েছে। নানা রকমের অনৈতিক, বেআইনি, ক্রিমিনাল কাজকর্ম বেড়েছে। অনেক কিছুই ঘটে আড়ালে কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চায় না সহজে।মানি মাফিয়াদের দাপাদাপি বেড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে সুশান্তের ঘটনায় ড্রাগ-অ্যাঙ্গেল ঢুকিয়ে তদন্তের ফোকাস ইচ্ছে করেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিবেকের।