'ঠিক এক বছর আগে ভারতরত্ন, এখন গুরুতর অসুস্থ বাবা', আবেগঘন পোস্টে স্মৃতিচারণ প্রণব-কন্যা শর্মিষ্ঠার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 12 Aug 2020 12:05 PM (IST)

সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়

NEXT PREV

নয়াদিল্লি: এক বছর আগে ২০১৯ সালের এরকমই সময়ে ভারতরত্ন পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এক বছর পর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। এই দুটি সময়ের তুলনা টেনে মর্মস্পর্শী ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের।


তিনি লেখেন,


গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের অন্যতম খুশির দিন। কারণ, আমার বাবা ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পর, গত ১০ অগাস্ট তিনি গুরুতর অসুস্থ হন। আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তাঁর জন্য সবচেয়ে ভাল। ঈশ্বর আমাকে শক্তি দিন যাতে আনন্দ ও দুঃখ--দুটিই সমানভাবে গ্রহণ করতে পারি। এই সময়ে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।-





প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অতি সঙ্কটজনক। এখনও আছেন ভেন্টিলেশনেই। আজ সকালে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। কিন্তু, উদ্বেগ কাটেনি।


দিল্লির আর আর হাসপাতাল সূত্রে খবর, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এই খবরে উদ্বেগ বেড়েছে।


মাথায় অস্ত্রোপচারের আগেই প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.