এবার করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2020 01:27 PM (IST)
শেষ কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই টুইটারে জানিয়েছেন এ কথা। শেষ কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন তিনি। প্রণব লিখেছেন, একটি পৃথক কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর আজ পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি করোনা আক্রান্ত। গত সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে যেতে অনুরোধ করে তিনি বলেছেন, করোনা পরীক্ষা করিয়ে নিতে।