Prashant Kishor Meets Sonia Gandhi: উত্তরপ্রদেশ নির্বাচনের ধরাশায়ী অবস্থা চিন্তা বাড়িয়েছে। প্রকাশ্যে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে রাহুল-প্রিয়াঙ্কা। বেগতিক দেখে ২০২৪-এর ভোট বৈতরণী পার হতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দ্বারস্থ হল কংগ্রেস। শনিবার ১০ জনপথনিবাসীর কাছে লোকসভার রোডম্যাপ তুলে দিলেন প্রশান্ত কিশোর।


Prashant Kishor Roadmap: প্রশান্তের রোডম্যাপে কী মত সনিয়ার ?
এদিন কংগ্রেসের সেই জরুরি বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গাঁধী ছাড়াও ছিলেন রাহুল গাঁধী ও কেসি বেণুগোপালের মতো নেতারা। আপাতত লোকসভার রোডম্যাপ পাওয়ার পরই তা পর্যালোচনার জন্য একটি ছোট কমিটি গড়ে দিয়েছেন সনিয়া। এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "প্রশান্ত কিশোর ২০২৪ সালের নির্বাচনের জন্য একটি বিশদ বিররণী দিয়েছেন। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি এটি দেখার জন্য একটি ছোট কমিটি নিযুক্ত করেছেন। এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট করতে হবে কমিটিকে। তারপরই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"


Prashant Kishor Roadmap For Congress: কোনপথে আসবে সাফল্য ? কী রয়েছে প্রশান্তের রোডম্যাপে ?
সূত্রের খবর, লোকসভার ৫৪৩টি সিটের পরিবর্তে ৪০০টি আসনকে পাখির চোখ করতে বলেছেন প্রশান্ত। সবথেকে বড় বিষয়, যেখানে দল দুর্বল সেখানে জোট শরিকের কথা বলেছেন ভোটকুশলী। রাজধানীতে কান পাতলে শোনা যাচ্ছে, দীর্ঘদিন জল্পবার পর এবার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর। বিগত কিছু সপ্তাহে বেশ কয়েকবার গাঁধীদের সঙ্গে দেখা করেন তিনি।  


Congress Meeting: উত্তরপ্রদেশের হারে দায় কার ?
তবে এদিন প্রশান্ত কিশোরের আসার আগেই একটি আলোচনাসভার আয়োজন করেছিল কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রথম সারির নেতারা।  সনিয়া গাঁধীর ডাকা কংগ্রেসের বৈঠকে ছিলেন অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, মল্লিকার্জুন খার্গে, রাহুল গাঁধী ও অজয় ​​মাকেন।


Congress Meeting: বিজেপিকে রুখতে নতুন গেমপ্ল্যান !
কংগ্রেসের নেতারা জানিয়েছেন, শীঘ্রই 'চিন্তন শিবির'-এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছে দল। বর্তমানে শিবিরের এজেন্ডা চূড়ান্ত করতে সিডব্লিউসি বৈঠক বসবে।এজেন্ডা নিয়ে কাজ করতে কংগ্রেসের সিনিয়র নেতারা নিয়মিত বৈঠক করছেন। শোনা যাচ্ছে, সনিয়া নিজে এই কাজের দায়িত্ব অম্বিকা সোনি ও মুকুল ওয়াসনিকের মতো সিনিয়র নেতাদেরকে দিয়েছেন। যারা CWC ও চিন্তন শিবিরের এজেন্ডা চূড়ান্ত করার জন্য অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন : Punjab News: বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, মসনদে একমাস পূর্ণ হতেই ঘোষণা পঞ্জাব সরকারের