কলকাতা: রাজ্যের (West Bengal) উপ নির্বাচনে (By Poll) তৃণমূলের (TMC) জয়জয়কার। দুই কেন্দ্রেই পরাজিত বিজেপি (BJP)। তবে শুধু বাংলাই নয় বিহার এবং ছত্তিশগড় উপ নির্বাচনেও ধরাশায়ী গেরুয়া শিবির। বিহারে বোচাহা বিধানসভা কেন্দ্রে জয় আরজেডির (RJD)। ছত্তিশগড়ের খৈরাগড়ে কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস (Congress)।


উপনির্বাচনের ফলাফল: দেশের বাকি উপ নির্বাচনগুলিতেও কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। মুসাফির পাসওয়ানের মৃত্যুতে ভোটগ্রহণ হয়েছে বিহারের মুজফফরপুরে বোচহাতে। বিহারের বোচাহায় জয়ী হয়েছে আরজেডি (RJD)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আরজেডি পেয়েছে ৪৮.৫ শতাংশ। বিজেপি প্রাপ্ত ভোটের হার ২৭ শতাংশ। অমর পাসওয়ানের পেয়েছেন ৮২ হাজার ১১৬ ভোট। বিজেপি বেবী কুমারি পেয়েছেন মাত্র ৪৫ হাজার ৩৫৩ ভোট। ছত্তিশগড়ের (Chhattisgarh) খৈরাগড়ে বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে কংগ্রেস ২০ হাজার ভোটে জিতেছে।


এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রতীকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। আর তাঁর ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রও, বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে। প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্রে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটের মার্জিনে জেতেন বাবুল। এবার উপনির্বাচনে তৃণমূল শুধু সেই কেন্দ্র ছিনিয়ে নিয়েছে, তা নয়। জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে।


আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। ২০১৯ থেকে আসানসোলে তৃণমূলের চমকপ্রদ উত্থান ঘটেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এবার আসানসোল লোকসভা আসনও ছিনিয়ে নিল ঘাসফুল শিবির।