নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে এবার প্রশ্ন তুললেন ভোটকুশলী তথা Jan Suraaj-এর প্রধান প্রশান্ত কিশোর। নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে। সেই আবহেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রশান্ত। তাঁর দাবি, নীতীশ মানসিক ভাবে সুস্থ নন মোটেই। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সেকথা বিলক্ষণ জানেন বলেও দাবি করলেন তিনি। (Nitish Kumar)


চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। বার বার দল বদল করে ক্ষমতায় টিকে থাকা নীতীশ এবার কতটা হালে পানি পাবেন, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ বিধানসভার অধিবেশন হোক বা প্রকাশ্য জনসভা, নীতীশের আচরণ চর্চার কারণ হয়ে উঠেছে। জাতীয় সঙ্গীত চলাকালীন সম্প্রতি একটি সভায় যে আচরণ করেন তিনি, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। (Prashant Kishor)


আর সেই আবহেই নীতীশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত। তাঁর কথায়, “নীতীশের স্বাস্থ্য নিয়ে ওঁর শরিক সুশীল মোদিই প্রথম মন্তব্য করেছেন। সেই থেকে বিহারের মন্ত্রীদের অনেকেই মুখ খুলেছেন। জানুয়ারি পর্যন্ত আমি কিছু বলিনি। কিন্তু BPSC আন্দোলনের সময়ই বুঝেছিলাম নীতীশ কুমারের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। রাজ্যে কী ঘটছে, জানেন না উনি।”



প্রশান্ত আরও বলেন, “প্রমাণ চাইলে ওঁকে নিজের  মন্ত্রীদের নাম বলতে বলুন। নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত। কিন্তু বিজেপি-রও সমান দোষ রয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অসুস্থতার কথা জানেন না, এটা হতে পারে না।” 


সম্প্রতি একটি সভায় জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে দেখা যায় নীতীশকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মুখ্যসচিব তাঁকে সাবধান করেন। সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক চরমে ওঠে। নীতীশকে আক্রমণ করেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদব। নীতীশ কুমার আর নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। 



নীতীশের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্তও। তাঁর বক্তব্য, “এই চক্র থেকে বেরোতে গেলে, JD (U) এবং পদ্ম (BJP) যাতে ভেসে না থাকতে পারে, তার জন্য রাজ্যবাসীকে একটাই কথা বলব, JD (U)-কে একটি আসনেও জেতানো চলবে না।”


বিজেপি নীতীশকে মুখোশ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন প্রশান্ত। তাঁর মতে, নীতীশকে সামনে রেখে ক্ষমতা ভোগ করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটিয়ে টাকা নয়ছয় হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রশান্ত। যদিও নীতীশের দল সংযুক্ত জনতা দল (JD-U) এবং তাঁর ছেলে নিশান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। বাবা '১০০ শতাংশ সুস্থ' বলে দাবি করেছেন নিশান্ত।