কলকাতা: জল্পনা সত্যি করে I.N.D.I.A ছেড়ে NDA-তে গিয়ে উঠলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেই নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। তার মধ্যেই মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানালেন, নীতীশ যে কোনও মুহূর্তে শিবির বদলাতে পারেন বলে ঢের আগে থেকেই সতর্ক করে আসছিলেন তিনি। তবে NDA-র সঙ্গে নতুন করে নীতীশ গাঁটছড়া বাঁধলেও, এই জোটের ভবিষ্যৎও খুব একটা সুখকর নয় বলেও ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত। (রবিবার I.N.D.I.A জোট ছেড়ে NDA-তে যোগ দিয়েছেন নীতীশ। (Prashant Kishore)
রবিবার I.N.D.I.A জোট ছেড়ে NDA-তে যোগ দিয়েছেন নীতীশ। সেই আবহেই সংবাদমাধ্যমে মুখ খোলেন প্রশান্ত। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্তই নীতীশ-NDA জোটের মেয়াদ। সংবাদমাধ্যমে প্রশান্ত বলেন, "এই মুহূর্তে যা সমীকরণ, নীতীশ বিহারে জোটের মুখ। বিজেপি-র সমর্থন রয়েছে ওঁর পক্ষে। কিন্তু বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা, তার পর টিকবে না জোট। আমি এ নিয়ে লিখিত দিতেও পারি।"
শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের ছ'মাসের মধ্যেই বড় পরিবর্তন ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত। এর আগে, ২০২২ সালে নীতীশ যখন বিজেপি-র সঙ্গ ত্যাগ করেন, সেই সময়ও ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "সমীকরণ তখনই বদলায়, যখন কারও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রত্যাশা পূরণ হয় না। নীতীশ কুমার বলছেন উনি নাকি নতুন অধ্যায়ে পা রাখছেন। আশা করব, বিহারের মানুষের আশা পূরণ করবেন উনি।" তার আগেও RJD, JD(U) এবং কংগ্রেসের জোট ২০২০ পর্যন্ত টিকবে না বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রশান্ত।
এদিন ফের নীতীশের বিরুদ্ধে সরব হয়েছেন প্রশান্ত। তিনি বলেন, "আমি তো গোড়া থেকেই বলে আসছি, যে কোনও সময় ডিগবাজি খেতে পারেন নীতীশ কুমার। শিবির বদলানো ওঁর রাজনৈতিক পরিচয় হয়ে উঠেছে। উনি পল্টুমার। তবে এতে আরও একটি বিষয় স্পষ্ট হল যে, শুধু নীতীশ কুমার নন, বিজেপি-র সব নেতাও পল্টুমার। এতদিন নীতীশকে কাঠগড়ায় তুলছিলেন ওঁরা। এখন আবার বুকে টেনে নিলেন।"