West Bengal Assembly Election 2021: পশ্চিমবঙ্গ ভোটে বিজেপি দুই অঙ্কের আসন পেতেই হিমসিম খাবে, প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2020 11:27 AM (IST)
গতকাল বীরভূমে বিশাল রোড শোর পর অমিত শাহ বলেন, ভোট আসতে আসতে দেখা যাবে, মমতা একাই তৃণমূলে রয়ে গিয়েছেন।
কলকাতা: এ রাজ্যে বিধানসভা ভোট হতে এখনও কয়েক মাস। অথচ গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের ভোট রঙ্গে। বিশেষ করে অমিত শাহের দুই মেগা সমাবেশ আর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর দাবি করলেন, পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি দুই অঙ্কের আসনসংখ্যায় পৌঁছতেই ঘেমে নেয়ে যাবে, ক্ষমতায় আসা তো দূরের কথা। প্রশান্ত নিজেকে সংবাদ মাধ্যমের আড়ালে রাখেন সাধারণত। কিন্তু আজ খানিকক্ষণ আগে টুইটে তিনি দাবি করেছেন, অনুগত সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে। এই টুইট সেভ করে রাখুন, যদি বিজেপি এর থেকে ভাল করে আমি আমার দায়িত্ব ছেড়ে দেব! গতকাল বীরভূমে বিশাল রোড শোর পর অমিত শাহ বলেন, ভোট আসতে আসতে দেখা যাবে, মমতা একাই তৃণমূলে রয়ে গিয়েছেন। বিজেপি ক্ষমতায় আসার ৫ বছরের মধ্যে সোনার বাংলা করে দেখাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।