প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আজ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিনজন সদস্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন। ওই প্রতিনিধিদলে থাকছেন তৃণমূল সাংসদ দোলা সেন, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল। গত শনিবার প্রয়াগরাজে নিজেদের বাড়িতে খুন হন একই পরিবারের ৫ জন। ওই ঘটনায় প্রয়াগরাজে রবিবারই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল।
জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল: যোগী-রাজ্যে গলার নলি কেটে খুন করা হয়েছে ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে। পরিবারের দুই মহিলার বিবস্ত্র-রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। গত রবিবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজ হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানে যায় তৃণমূল। সেখানে গিয়ে মোদি-যোগীকে চ্যালেঞ্জ ছোড়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। এবিষয়ে দোলা সেন বলেন, "প্রয়াগরাজ এবং বারাণসীর মাঝে একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখে এসেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। একমাত্র জীবিত ব্যক্তি যা যা অভিযোগ করেছেন, পুলিশ তা গ্রহণ করেননি। গ্রামবাসীরা জানিয়েছেন গত কয়েক মাসে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা এবং ৩১টি খুনের ঘটনা ঘটেছে। তাই আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যাচ্ছি।
শনিবার প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনের নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে আসে। জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া এই ঘটনার সত্যানুসন্ধানে রবিবার প্রয়াগরাজে পৌঁছয় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দোলা সেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী ও তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল। প্রয়াগরাজে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ সম্পর্কে বিশদে জেনে নেন দোলা সেনরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে কান্নায় ভেঙে পড়েন, স্বজনহারা পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: East Burdwan News: ১৩ দিন ধরে বিদ্যুত্হীন পূর্বস্থলীর গ্রাম, দুর্ভোগে বাসিন্দারা