কলকাতা: উমপুনের ঠিক এক সপ্তাহের মাথায় ফের ঝড় বৃষ্টিতে নাকাল হলেন রাজ্যবাসী। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ - দুই বঙ্গেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝড়বৃষ্টিতে রাজ্যে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।


আজ সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলতঃ বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি। গতকাল বিকেলেও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ঝড় হয়। কোথাও কোথাও সঙ্গে প্রবল বৃষ্টি। হুগলির আরামবাগে ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয় বছর চল্লিশের এক ব্যক্তির। তাঁর নাম লালমোহন রায়গুপ্ত। গুরুতর আহত হন ২ জন। এঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ির টিন, অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়েছে। উপড়ে পড়েছে বড় বড় গাছ। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। দুর্গাপুরেও মারা গিয়েছেন ১ জন।

একইভাবে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে ঝড়ে পাঁচিল চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫ জন। ঝড়ের দাপটে বাড়ির পাঁচিল ভেঙে আহত হন ৬ জন। হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বছর চল্লিশের মোহর আলি মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ২ মহিলা সহ ৫ জন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।