সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অ্যাম্বুলেন্সের মধ্যেই জন্ম হল এক কন্যা সন্তানের। শুক্রবার ঘটনাটি ঘটেছে পান্ডুয়ায়। পান্ডুয়ার বেলুন ধামাসিন পঞ্চায়েতের অন্তর্গত ভুইপাড়া গ্রামের বাসিন্দা সুতপা ভট্টাচার্য। আজ সকালে অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন কিনি। আপাতত মা ও শিশু দুজনেই সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর।
শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎই পেটের যন্ত্রণা শুরু হয় সুতপার। শুক্রবার সকালে তাকে কলকাতার SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন সুতপা। সঙ্গে সঙ্গে তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।
সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুতপা। কাজেই প্রিম্যাচিওর শিশুটি ১ কেজি ১০০ ওজন হয়েছে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের BMOH মহম্মদ হোসেন বলেন , 'আপাতত মা ও বাচ্চা দুজনেই ভাল রয়েছে। তাদের চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রিম্যাচিওর হওয়ার জন্য চুঁচুড়া হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত শিশুটিকে সিকনিউনেটাল কেয়ারে রাখা হয়েছে। মা বাচ্চা দুজনই সুস্থ রয়েছে।