আচার ও প্রথা মেনেই বেলুড় মঠে অষ্টমীর সকালে কুমারী পুজোর প্রস্তুতি
Web Desk, ABP Ananda | 06 Oct 2019 08:12 AM (IST)
কুমারী পুজোর পাশাপাশি ভোগেরও আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ।
কলকাতা: আচার ও প্রথা মেনেই বেলুড় মঠে অষ্টমীর সকালে কুমারী পুজোর প্রস্তুতি। বেলুড় মঠে কুমারী পুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই প্রথা আজও চলে আসছে। আজও কুমারী পুজো উপলক্ষ্যে বহু ভক্ত ভিড় করেছেন বেলুড়মঠে। কুমারী পুজোর পাশাপাশি ভোগেরও আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ।