বিশাখাপত্তনম: ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের চতুর্থ দিন রোহিত শর্মার ব্যাটের শাসনের পাশাপাশি চর্চা হল তাঁর করা একটি মন্তব্যকে ঘিরে। যা নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না বেন স্টোকসও।


ঘটনার সূত্রপাত একটি রান নেওয়াকে কেন্দ্র করে। বিশাখাপত্তনমে ভারতের দ্বিতীয় ইনিংসে রোহিত মারমুখী মেজাজে সেঞ্চুরি করেন। পূজারা করেন ৮১ রান। তবে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে যেভাবে তিনি বেশ কিছু নিশ্চিত সিঙ্গলসের জন্য দৌড়ননি, তাতে অনেকেই বেশ বিরক্ত।

রোহিত নিজেও যা নিয়ে মেজাজ হারান। মুম্বইয়ের তারকা একটি রান নিতে চাইলেও পূজারা আপত্তি জানান। তারপরই রোহিতকে বলতে শোনা যায়, ‘পূজি দৌড়তে শুরু কর আমি পৌঁছে যাব।’ সঙ্গে একটি অশ্লীল শব্দও প্রয়োগ করেন তিনি। রোহিতের সেই মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যায়। সরাসরি সম্প্রচারের সময় যা টেলিভিশনেও শোনা যায়। দ্রুত ভাইরাল হয়ে যায় রোহিতের সেই মন্তব্য।




সোশ্যাল মিডিয়ায় অনেক মিম ছড়িয়ে পড়ে। এরপরই আসরে স্টোকসের প্রবেশ।

ইংরেজ অলরাউন্ডার টুইট করেন, ‘এবার আর বিরাট নয়, রোহিত’। প্রসঙ্গত, শনিবার রোহিত পূজারাকে যে কথাটি বলেন, কিছুদিন আগে ঠিক এই শব্দই প্রয়োগ করেছিলেন বিরাট। শব্দটি উচ্চারণ করার সময় মনে হয়েছিল, বিরাট যেন ‘বেন স্টোকস’ বলে ডাকছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকরকম মজা হয়েছিল। ইংরেজ অলরাউন্ডার সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন। বলতে চেয়েছেন, এবার বিরাট নয়, শব্দটি ব্যবহার করেছেন রোহিত।