নয়া দিল্লি: দক্ষিণ আমেরিকার (South America) দেশ সুরিনামে (Suriname) তিন দিনের সফরে গিয়েছেন রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেখানেই তাঁকে সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে। সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান – “দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়েলো স্টার" দেওয়া হয়েছে তাঁকে। 


সুরিনামের রাজধানী পারমারিবোতে সোমবার সে দেশের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখি তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি মুর্মু-ই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেলেন।



সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার পর শ্রীমতি মুর্মু বলেন, এই সম্মান শুধুমাত্র তাঁর জন্য নয়, গোটা ভারতের জন্য গর্বের বিষয়। রাষ্ট্রপতি মুর্মু টুইট করে জানান, সুরিনামের সর্বোচ্চ সম্মান “গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ দ্য ইয়েলো স্টার” পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। এই স্বীকৃতি শুধুমাত্র আমার জন্য নয়, ভারতের ১.৪ বিলিয়ন জনগণের জন্যও, যাদের আমি প্রতিনিধিত্ব করি। আমি এই সম্মানটি ভারত-সুরিনাম সম্প্রদায়ের পরবর্তী প্রজন্মের জন্যও উৎসর্গ করছি, যারা আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


রাষ্ট্রপতি এই পুরস্কার পাওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি বলেছেন, 'রাষ্ট্রপতিজিকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সুরিনামের সরকারের তরফে এই পুরস্কার এটাই বুঝিয়ে দেয় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা দৃঢ়।' 


 






প্রসঙ্গত, সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির আমন্ত্রণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ থেকে ৬ জুন সুরিনামে সফরে গিয়েছিলেন। সূত্রের খবর, এই সফরের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট সন্তোখির সঙ্গে বিশেষ আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। সুরিনামের পাশাপাশি সার্বিয়াতেও যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সার্বিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে ৭ জুন সে দেশে যাবেন ভারতের রাষ্ট্রপতি।


গত বছর ২৫ জুলাই ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার ১১ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। প্রথম বিদেশ সফরে ভারতের রাষ্ট্রপতি যাচ্ছেন দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামে, তারপর যাবেন সার্বিয়াতে। আগামী ৪-৬ জুন সুরিনাম সফরে থাকবেন রাষ্ট্রপতি, তারপর যাবেন সার্বিয়াতে।


 


আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?