নয়াদিল্লি: খাতায় কলমে লেখা হিসেব বলছে বয়স ৬৪ বছর। কিন্তু বয়স যে শুধুমাত্র সংখ্যাই, প্রমাণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। শনিবার যুদ্ধবিমানে সওয়ার হলেন তিনি। ব্রহ্মপুত্র পেরিয়ে প্রায় আধ ঘণ্টা চক্কর কাটলেন আকাশে। দায়িত্বগ্রহণের আট মাস পর সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে অবতীর্ণ হলেন (President Maiden Fighter Jet Flight)।
সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে এ দিন প্রথম বার সুখোই ৩০ MKI যুদ্ধবিমানের সওয়ার
ভারতে রাষ্ট্রপতি দেশের সাংবাধিক প্রধান যেমন, তেমনই সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার। সেই ভূমিকাই এ দিন পালন করতে দেখা গেল রাষ্ট্রপতি মুর্মুকে। সশস্ত্রবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে এ দিন প্রথম বার সুখোই ৩০ MKI যুদ্ধবিমানের সওয়ার হলেন। অসমের তেজপুর বায়ুসেনা স্টেশন থেকে উড়ানের পর চক্কর কাটলেন আকাশে।
বর্তমানে তিন দিনের অসম সফরে রয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। গুয়াহাটি থেকে এ দিন তেজপুর পৌঁছন তিনি। সেখানে এয়ার মার্শাল এসপি ধারকর, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁকে অভ্যর্থনা জানান। তেজপুরে বায়ুসেনাকর্মীরা তাঁকে গার্ড অফ অনারও দেন।
আরও পড়ুন: Weather Forecast: তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত, আগামী পাঁচ দিন গরম হবে আরও দুঃসহ
এর পর যুদ্ধবিমানের সওয়ার হতে এগিয়ে যান রাষ্ট্রপতি মুর্মু। অ্যান্টি গ্র্যাভিটি স্যুট পরে এগিয়ে যান তিনি। যুদ্ধবিমানে ওঠার আগে সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলেন। সঙ্গে ছিলেন দুই পাইলট এবং আধিকারিকরাও। তার পর মই বেয়ে উঠে চেপে বসেন যুদ্ধবিমানে।
রাষ্ট্রপতি মুর্মুকে নিয়ে এ দিন সুখোই যুদ্ধবিমানটি ওড়ান গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার। তিনি ১০৬ নম্বর স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসারও। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার উচ্চতা দিয়ে, ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে যুদ্ধবিমানটি এগিয়ে চলে। ব্রহ্মপুত্র এবং তেজপুর উপত্যকা হয়ে, হিমালয় দর্শন সারতে প্রায় ৩০ মিনিট সময় ব্যয় হয়। উড়ান শেষে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “খুব ভাল লাগল।”
এ যাবৎ দেশের তিন রাষ্ট্রপতি যুদ্ধবিমানের সওয়ার হলেন
রাষ্ট্রপতি মুর্মু দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। তাঁকে নিয়ে এ যাবৎ দেশের তিন রাষ্ট্রপতি যুদ্ধবিমানের সওয়ার হলেন। ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও যুদ্ধবিমানে সওয়ার হন। সশস্ত্রবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম হিসেবেও এই উড়ান প্রতীকী। এর আগে, মার্চ মাসে INS বিক্রান্তের সওয়ার হন রাষ্ট্রপতি মুর্মু। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজের অধিকারিক এবং নাবিকদের সঙ্গে কথা বলেন।