বীরভূম: করোনা-সংক্রমণের আশঙ্কায় কমছে মুরগির মাংসের বিক্রি। অভিযোগ, সুযোগ বুঝে কোপ মারছেন খাসির মাংসের বিক্রেতারা। শুরু হয়েছে কালোবাজারি।
ক্রেতাদের দাবি, আগে যে খাসির মাংস সাড়ে ৫০০ টাকায় বিক্রি হত সেই মাংসই এখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক ক্রেতা দাবি করেন, দু-দিন আগেও ৭০০-৭৫০ টাকায় কিনেছেন।
খাসির মাংসের দামে রাশ টানতে রবিবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে সিউড়ির খাসির মাংসের দোকানে হানা দেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বেশি দামে মাংস বিক্রি করলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন তিনি।
এপ্রেক্ষিতে সিউড়ির এক বিক্রেতা বলেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। চাপ বাড়লে মাংস বিক্রি বন্ধ করে দেব।
এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে সিউড়ি পুরসভা সূত্রে খবর।