কলকাতা: নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭৩ তম জন্মদিন দেশজুড়ে উদযাপন করা হচ্ছে। নতুন দিল্লির (New Delhi) দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টার যশোভূমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  এদিকে, বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) আগেই নিজের জন্মদিনে পিএম বিশ্বকর্মা প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


এদিন তিনি বলেন, 'দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসে সরকার। ১৮ রকম পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের পিএম বিশ্বকর্মা প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ট্রেনিং চলাকালীন দিনপ্রতি ৫০০ টাকা অনুদান দেওয়া হবে। যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে'। 


এদিন প্রধানমন্ত্রী বলেন- 


ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে আজ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আরম্ভ হল। লাখো পরিবারের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা নতুন কিরণের মতো। আমার পরিবার, এই যোজনার সঙ্গে এই দেশকে এক্সিবিশন সেন্টার, যশোভূমি মিলেছে। যে ধরণের কাজ এখানে হয়, আমাদের শ্রমিক-ভাই বোন। আজ যশভূমির দেশকে সব শ্রমিককে সমর্পিত করছি। সবমস্ত বিশ্বকর্মা সাথীকে সমপ্রিত করছি। হাজার বিশ্বকর্মা সাথী আমাদের সঙ্গে আমাদের সঙ্গে জুড়েছে। আমাদের শাস্ত্রে বলেছে যো বিশ্বম জগতম করোৎ .. স বিশ্বকর্মা.. অর্থাৎ সমস্ত সংসারের রচনা যিনি করেন, তাঁকে বিশ্বকর্মা বলে। হাজার বছরের যে সঙ্গী ভারতের সমৃদ্ধির মূলে, সে আমাদের বিশ্বকর্মা। সমাজ জীবনে বিশ্বকর্মা সাথীদের অনেক ভূমিকা।                                                         


নিজের জন্মদিনে দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা করেন তিনি। আগামী বছর লোকসভা ভোট। তা মাথায় রেখে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে PM বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে OBC সমাজের শিল্পী ও কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হয়েছে আয়ুষ্মান ভব প্রকল্পও। এর মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরির ওপরে জোর দেওয়া হবে। 


অন্যদিকে, বিজেপির তরফেও দেশজুড়ে মোদির জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নমো অ্যাপের মাধ্যমে সেবা ভব কর্মসূচি পালন করবে গেরুয়া ব্রিগেড। এ রাজ্যেও মোদির জন্মদিন পালন। সল্টলেকে বিজেপি পার্টি অফিসে মিষ্টি বিলি করে সেলিব্রেশন। নন্দীগ্রামে মন্দিরে পুজো ও লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী। 


 


আরও পড়ুন, রাবণের লঙ্কাপুরী-পুষ্পক রথ নির্মাতা বিশ্বকর্মা, কৃষ্ণের দ্বারকাও তৈরি দেবশিল্পীর হাতেই