কলকাতা: দিল্লি থেকে ফিরেই প্রধানমন্ত্রীকে নিশানা বাবুল সুপ্রিয়র। ‘মন্ত্রিসভায় বাঙালিদের ভরসা করছেন না প্রধানমন্ত্রী।’ এমনটাই দাবি তাঁর। বাবুলের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন সিংহ।


২০১৪-র লোকসভা নির্বাচনের মুখে বাবুল সুপ্রিয়কে পাশে দাঁড় করিয়ে আসানসোলের বাসিন্দাদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমার সংসদে বাবুলকে চাই। তারপর বাবুল আরও একবার সাংসদ হয়েছেন। ৭ বছর কেন্দ্রে প্রতিমন্ত্রী থেকেছেন। তারপর বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন, এখন তিনি তৃণমূলে। আর বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরে সেই তিনিই সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন।


এদিন তৃণমূল নেতা ও সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, “মোদি বাঙালিদের ভরসা করেন না। এই সাত বছরে কোনও ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন। বাংলা থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি।’’ এই প্রসঙ্গে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, "যখন যারা বেইমান হয়, বেইমানি করার জন্য নানা অজুহাত খোঁজে, তাদের মধ্যে একজন বাবুল সুপ্রিয়।''


আরও পড়ুন: Amrinder Singh Meets Shah: পদ্ম শিবিরে 'ক্যাপ্টেন'! অমিত সাক্ষাতে জল্পনা উসকে দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ


তৃণমূল নেতার আরও বক্তব্য, "বাংলা থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও করা হয়নি। সেটা, আমার কথা বলছি না, আলুওয়ালিয়াজি অনেক সিনিয়ার মানুষ, কংগ্রেস থেকে এসেছেন, তাঁকেও, কোনও চার্জ দেওয়া হয়নি। কোথাও মনে হচ্ছে, বাংলা থেকে যাঁরা নির্বাচিত হচ্ছেন, তাঁদের জন্যে কোথাও একটা অসমাঞ্জস্য আছে, সেটা মনে হচ্ছে।''


তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য দিল্লি যান বাবুল সুপ্রিয়। লোকসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু, সূত্রের দাবি, ছ’দিন দিল্লিতে থেকেও স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় না পাওয়ায় এদিন কলকাতায় ফেরেন তিনি। বাবুলের বক্তব্যের পাল্টা বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “লজ্জাও লাগে না, যেদিন থেকে রাজনীতিতে এসেছেন, পরের দিনই মন্ত্রী ছিলেন। সাত বছর মন্ত্রী হওয়ার পর, প্রধানমন্ত্রীর মতো একজন মানুষকে যে বিশ্ব বিখ্যাত মানুষকে, যাকে সারা বিশ্ব ভরসা করছে, তার জন্য এই ধরনের কথা বলেন, এটা বেইমানই বলতে পারে, ভদ্র মানুষ বলতে পারে না।’’


আরও পড়ুন: Bhabanipur Election 2021: ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের