মুম্বই: জাতীয় দলে সুযোগ মিলছিল না। কেকেআরের হয়ে আইপিএলেও খেললেও, একাদশে জায়গা পাচ্ছিলেন না। গত দেড় বছরে কুলদীপ যাদবের ক্রিকেট কেরিয়ার রীতিমতো প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে। এরইমধ্যে কিছুদিন আগেই চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কুলদীপ যাদব। বুধবারই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নাইট রাইডার্সের চায়নাম্যান স্পিনার। ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে কুলদীপের। 


কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন কুলদীপ। কিন্তু সেখানে অনুশীলনের সময়ই চোট পান কুলদীপ। অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। বুধবার সেই ছবিই পোস্ট করে কুলদীপ লিখেছেন, 'অস্ত্রোপচার সফল ভাবে সপন্ন হয়েছে। এ বার ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যেতে হবে। এমন কঠিন সময় যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের অনেক ধন্যবাদ। এখন সুষ্ঠ হয়ে মাঠে ফেরার দিকে জোর দিতে হবে।' 


 






কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও কুলদীপের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার কামনা করে পোস্ট করা হয়েছে। তবে সফল অস্ত্রোপচার হলেও কুলদীপের ক্রিকেট কেরিয়ার এখনও সংশয়ের মুখে। সূত্রের খবর মাঠে ফিরতে ফিরতে এখনও আরও চার থেকে ছয় মাস সময় লেগে যাবে। এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন তিনি। সেখান থেকে ফিট পাসমার্ক পেলেই অনুশীলনে নামার অনুমতি মিলবে। কিন্তু ততদিনে ঘরোয়া মরসুম শেষ হয়ে যাবে। 


 






এই পরিস্থিতি ক্রমেই জাতীয় দলের গ্রহ থেকে দূরে সরতে থাকা কুলদীপের কামব্যাক করার রাস্তা যে আরও শক্ত হয়ে গেল তা বলাই বাহুল্য। ২৬ বছরের কানপুরের স্পিনার দেশের হয়ে ৭টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ঝুলিতে রয়েছে মোট ১৭৪ উইকেট। কয়েক বছর আগেও রবি শাস্ত্রী বলেছিলেন যে কুলদীপই বিদেশের মাটিতে প্রথম পছন্দ দলের। কিন্তু এখন জাতীয় দল তো দূর অস্ত, আইপিএলেও পারফর্ম করার সুযোগ মিলছে না কুলদীপের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ মেলেনি। কুলদীপ হয়ত নিজেও জানেন প্রত্যাবর্তনের পথ বড়ই কঠিন। 


আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য! কোহলিকে নিয়ে বোর্ডে অভিযোগ করেছিলেন ২ সিনিয়র ক্রিকেটারই