নিউ দিল্লি : আজ বিকাল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PMO-র ট্যুইটার হ্যান্ডেল থেকে একথা জানানো হয়েছে। সম্ভবত দেশের করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে।


প্রায় দুই মাস পর দেশে দৈনিক সংক্রমণ সবথেকে কম। আড়াই হাজারেরও নীচে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে টানা ২৫ দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। 


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। 


স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ১৮০। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ১৪ লক্ষ ১ হাজার ৬০৯।  দেশে এপর্যন্ত মোট ২৩.২৭ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। জোড়-বিজোড় নীতি এবং সময় মেনে দিল্লিতে খুলছে মলের দোকান, বাজার, মার্কেট কমপ্লেক্স, একমাত্র দোকান। ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিল্লিতে শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। ৫০ শতাংশ কর্মী নিয়ে দিল্লিতে বেসরকারি অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে।


সংক্রমণের হার দেখে পাঁচ-স্তরীয় প্রক্রিয়ায় মহারাষ্ট্রে বিধি-নিষেধ শিথিল করা হবে। তবে, মুম্বইয়ে আজ থেকে রেস্তোরাঁ, অপ্রয়োজনীয় জিনিসের দোকান এবং পাবলিক প্লেস খুলেছে। কিন্তু, মল, থিয়েটার, মাল্টিপ্লেক্স এসব বন্ধ থাকবে।


এদিকে উত্তরপ্রদেশে আজ থেকে সপ্তাহে পাঁচদিন বারণসী, মুজাফফরনগর, গৌতমবুদ্ধ নগর ও গাজিয়াবাদে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকাগুলিতে দোকান-বাজার খোলার অনুমতি দেওয়া হয়েছে। যোগি-রাজ্যের এই চার জেলায় সংক্রমণের সংখ্যা ৬০০র নীচে নেমে এসেছে। নতুন নির্দেশিকা সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। যদিও রাতে ও সপ্তাহান্তে কার্ফু বজায় থাকবে।