নয়া দিল্লি: দেশে এখনও করোনা ও ওমিক্রন নিয়ে লড়াই চালাচ্ছে ভারত (India)। এই আবহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (World Economic Forum) সোমবার নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, 'করোনাকালেও এগোচ্ছে দেশ। করোনার আরেকটি ঢেউয়ের মোকাবিলা করছে ভারত। মাত্র ১ বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত।'                                                             


এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর কী কী বলেছেন, দেখুন এক নজরে-



  • ‘করোনা কালে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়েছে’

  • ‘করোনাকালেও এগোচ্ছে দেশ’

  • ‘করোনার আরেকটি ঢেউয়ের মোকাবিলা করছে ভারত’

  • ‘মাত্র ১ বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত’

  • ‘অনেক দেশকে জরুরি ওষুধ, ভ্যাকসিন দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে ভারত’

  • ‘ভারতের কো উইন পোর্টালে স্লট বুকিং থেকে সার্টিফিকেট পাওয়া যথেষ্ট সুবিধাজনক’

  • ‘দুনিয়ার তৃতীয় বৃহত্তম ওষুধ উৎপাদক ভারত’

  • ‘কো-উইন পোর্টাল বিশ্বের নজর কেড়েছে’

  • ‘ভারতে বিনিয়োগের এখন আদর্শ সময়’

  • ‘ভারতীয় গণতন্ত্র বিশ্বের কাছে আশার আলো’

  • ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ডের লক্ষ্যে ভারত’


প্রধানমন্ত্রী মোদি এই শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বিশেষ 'স্টেট অফ দ্য ওয়ার্ল্ড' ভাষণ দিয়েছেন। দেশের স্টার্টআপ ক্ষেত্রটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "২০১৪ সালে ভারতে হাতে গোনা কয়েকটি স্টার্টআপ ব্যবসা ছিল। আজ তাঁদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে, গত ৬ মাসে ১০ হাজারের বেশি স্টার্টআপ রেজিস্টার করেছে নিজেদের। ৫০ লক্ষের বেশি সফটওয়ার কর্মীরা দেশে আজ কাজ করছেন।"                        


এই ডাভোস এজেন্ডা ভার্চুয়াল সামিট বিশ্বনেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তারা বিশ্বের সমালোচনামূলক চ্যালেঞ্জ মোকাবিলা করে। এবার শীর্ষ সম্মেলনে উদ্বেগের তিনটি প্রধান ক্ষেত্র হল জলবায়ু কর্ম, মহামারী পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ও সামাজিক স্থিতিস্থাপকতা বজায় রাখা।