নয়া দিল্লি : জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ইংল্যান্ডের গ্লাসগোতেও রয়েছে সফর। সেখানে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দেবেন। আজ থেকে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত সফর রয়েছে তাঁর।
রোম সফরের প্রথম দিনে সেখানে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাবেন মোদি। দুদিনের সফরে ভ্যাটিকেনে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। বৃহস্পতিবার ট্যুইটারে একথা জানান প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
ইতালির উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, রোমে ১৬তম জি-২০ সম্মেলনে যোগ দেব। যেখানে জি-২০ নেতৃত্বের সঙ্গে বিশ্ব অর্থনীতি, করোনা অতিমারী, উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে ।
এর পর প্রধানমন্ত্রী যাবেন গ্লাসগো। সেখানে সফর রয়েছে নভেম্বরের ১ ও ২ তারিখ। ব্রিটিশন প্রধানমন্ত্রী বরিস জনসনের আমণন্ত্রণে সেখানে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দেবেন মোদি। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১২০ জন রাষ্ট্রনেতা ও সরকারের প্রধান উপস্থিত থাকবেন।
আরও পড়ুন ; জি-২০ সম্মেলনে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে ইংল্যান্ড সফরও
প্রসঙ্গত, সম্প্রতি বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অক্টোবরের ৩০-৩১ তারিখে রোমে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দেবেন জি-২০ভুক্ত দেশ, ইফরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও। প্রধানমন্ত্রীর যোগদান করতে চলা ১৬তম জি-২০ সম্মেলন এটি। আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সহযোগিতার জন্য অন্যতম প্রধান ফোরাম এই সংস্থা। ২০২৩ সালে প্রথমবার জি-২০ সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত।
৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬। ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে এর সভাপতিত্ব করবে ইংল্যান্ড। COP-26-এ যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালাতে পারেন। সেই তালিকায় থাকবেন বরিস জনসনও।