নয়া দিল্লি: বুধবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগে শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে 'শবাদ কীর্তনে' অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে মাটিতে বসে কীর্তনেও যোগ দেন মোদী। সেই কীর্তনের ভিডিয়ো নিজেই টুইট করেছেন প্রধানমন্ত্রী।
সেখানে উপস্থিত ভক্তদের মাঝে বসে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী। ছন্দে ছন্দে এ দিন অন্য মেজাজে ধরা দেন নমো। দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিক ক্ষণ বাজালেন মোদি। এরপর বাকিদের বুঝিয়ে দেন কী ভাবে ঝুমঝুমির ছন্দে ছন্দে তা বাজবে। প্রধানমন্ত্রীর বাজনার তালে তালেই এরপর কীর্তন চলতে থাকে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, গুরু রবিদাসের জীবন মানুষকে অনুপ্রেরণা দেয়। মূলত পঞ্জাবের মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন।
এদিন করোলবাগ যাওয়ার আগে প্রধানমন্ত্রী টুইটও করেন। তিনি জানান, কীভাবে তাঁর সরকার সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে তাঁরা বদ্ধপরিকর।
গুরুদাস জয়ন্তীতে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসা ও সাম্যের বার্তা দিয়েছিলেন গুরু রবিদাস।’ বিদ্বেষ ভুলে সাম্য, সম্প্রীতি ও সহযোগিতার মন্ত্র নিয়েই সমাজ গঠনের বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি।