নয়াদিল্লি: বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিলে মিলছে আকর্ষণীয় অফার। থাকছে বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা। এ ধরনের অভিযোগ ওঠায় এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানি ওই চিঠি পাঠিয়েছেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।


সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল হোটেলের সঙ্গে বেসরকারি হাসপাতালের টিকাকরণের প্যাকেজ সংক্রান্ত পোস্ট নজরে আসে। এই ধরনের পোস্টের অভিযোগ সামনে আসার পরই কড়া পদক্ষেপে নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন হোটেলের সঙ্গে যোগসাজশ করে কোনও কোনও বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনেশন প্যাকেজের প্রস্তাব দিচ্ছে।  কেন্দ্রের কোভিড টিকাকরণের গাইডলাইন রয়েছে তার পরিপন্থী। বেসরকারি হাসপাতাল সঙ্গে বিলাসবহুল হোটেলের সঙ্গে যোগসাজশ করে আকর্ষণীয় অফার আদতে গাইডলাইনের বিরুদ্ধে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। চিঠিতে বলা হয়েছে, এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি, হোটেলগুলিকে সতর্ক করে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি লেখেন , যে সমস্ত হোটেল ভ্যাকসিনেশন প্যাকেজের অফার দিচ্ছে তাদের কড়া আইনি শাস্তির মুখে পড়তে হবে। জাতীয় করোনা টিকাকরণ কর্মসূচি-বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।  


কেন্দ্রের করোনা গাইডলাইন অনুযায়ী, টিকাকরণ হতে পারে ৪ ধরনের কেন্দ্রে। সরকারি টিকাকরণ কেন্দ্র, বেসরকারি টিকাকরণ কেন্দ্র যা বেসরকারি হাসপাতাল পরিচালনা করবে,  কর্মক্ষেত্রে টিকাকরণ- যা হতে পারে সরকারি বা বেসরকারি হাসপাতাল, ৬০ ঊর্ধ্ব সহ বিশেষভাবে সক্ষমদের টিকাকরণের ব্যবস্থা। কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ঘর, স্কুলবাড়ি বা বৃদ্ধাশ্রমে টিকাকরণ করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দেওয়া ওই চিঠিতে সাফ জানানো হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্র বাদ দিয়ে অন্য কোনও কেন্দ্রে টিকাকরণ হবে না। টিকাকরণের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না তাও খতিয়ে দেখতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।