শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালু হতে চলেছে ভ্যাকসিনেশনের স্লট বুকিংয়ের ব্যবস্থা। ইতিমধ্যেই শুরু হয়েছে তার ট্রায়াল। জেলা প্রশাসন সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য বুকিংয়ের ব্যবস্থা আগামী সপ্তাহেই চালু হতে পারে।
কলকাতা পুরসভার পথে এবার হাঁটতে চলেছে কোচবিহার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোচবিহারের বাসিন্দারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য স্লট বুকিং করার সুযোগ পাবেন। বেশ কিছুদিন ধরে কোচবিহারে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ছিল। এখন সবজি বিক্রেতা, পরিবহণ কর্মী, টোটো চালকদের প্রথম ডোজ দেওয়া হচ্ছে।
শুক্রবারই এরকম ব্যবস্থা চালু করেছে কলকাতা পুরসভা। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, কলকাতা পুরসভার ধাঁচে হোয়াটসঅ্যাপে ভ্যাকসিন নেওয়ার স্লট এবার থেকে বুক করতে পারবেন গ্রাহকরা। ভ্যাকসিন গ্রাহক হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, তিনি কবে ভ্যাকসিন নিতে চান। এরপর প্রশাসনের তরফে তাঁকে ভ্যাকসিনেশন কেন্দ্রের ঠিকানা, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
এ প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, কলকাতা পুরসভায় এই ব্যবস্থা চালু হয়েছে। এবার রাজ্যের প্রথম জেলা হিসেবে কোচবিহারে শুরু হচ্ছে এই ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে ভ্যাকসিন নিয়ে মানুষের যে উদ্বেগ অনেকটাই কাটবে। জেলা প্রশাসন সূত্রে খবর, আপাতত কোচবিহার শহর এলাকায় এই ব্যবস্থা চালু হবে। পরে তা চালু হবে জেলার অন্যত্র। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল। আগামী সপ্তাহে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশনের স্লট বুকিংয়ের ব্যবস্থা চালু হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
এদিকে রাজ্যে আরও কমল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। মৃত্যু হয়েছে ১৪৮ জনের। রাজ্যে কোভিড চিকিৎসা ও ভ্যাকসিনেশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শুধু সরকার থেকেই ১.৪ কোটিকে ভ্যাকসিন দিয়েছি, প্রাইভেটেও দেওয়া হচ্ছে। অন্ধ্রের থেকে এরাজ্যে দ্বিগুণ জনসংখ্যা। কিন্তু আমরা ভ্যাকসিনেশনে এক নম্বরে আছি।