মুম্বই: তুমুল বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে গেল বিমান (Private Jet Skidded Off)। মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) ২৭ নম্বর রানওয়েতে ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই প্রাইভেট জেটটিতে ২ জন বিমানকর্মী ও ৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন জখম বলে সূত্রের খবর।


কী জানা গেল?
জখমদের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানায়, তুমুল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে গিয়ে এই বিপদ ঘটে। ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রানওয়ের পাশে বিমানের দোমড়ানো-মোচড়ানো অংশ পড়ে রয়েছে। আকাশে ধূসর রঙের ধোঁয়া। দমকলের গাড়ি এবং উদ্ধারকর্মীদেরও ঘটনাস্থলে দেখা গিয়েছে।


'দুর্ঘটনা' সম্পর্কে...
যে বিমানটি আজ রানওয়ে থেকে পিছলে যায় সেটি মাঝারি মাপের বিজনেস-জেট। নাম Learjet 45 VT-DBL। VSR Ventures এটির পরিচালনার দায়িত্বে ছিল। আজ, যাত্রীদের বিশাখাপত্তনম থেকে মুম্বই নিয়ে যাচ্ছিল বিমানটি। বিকেল ৫টা বেজে ২ মিনিটে ঘটনাটি ঘটে। বিমানের ছ'জন যাত্রীর মধ্যে একজন ডেনমার্কের বাসিন্দা বলে সূত্রের খবর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাঁচ জন যাত্রী, পাইলট এবং এক জন বিমানকর্মী চোট পেয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। ঘটনার পর পরই মুম্বই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। এলাকা খতিয়ে দেখার জন্য ওই সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে  ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-র তরফে ছাড়পত্র পাওয়ায় সন্ধে ৬টা ৪৭ মিনিটে ফের তা চালু করা হয়। রানওয়ের কাছে যে ধ্বংসাবশেষ ছিল, তা আগেই পরিষ্কার করে ফেলা হয়। তবে এদিনের ঘটনার জেরে বেশ কিছু বিমানের সময়সীমা পিছিয়ে যায়, কোথাও কোথাও উড়ানের পথও রদবদল করতে হয়।






তবে রানওয়ে যে ফের চালু করা হয়েছে, সে কথা X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।


 


আরও পড়ুন:বয়স মাত্র চার বছর, তাতেই লাগাতার নাশকতা-হামলা, কাশ্মীরে গজিয়ে ওঠা দেশীয় জঙ্গি সংগঠনই এখন মাথাব্যথার কারণ