আসানসোল: বুধের পর বৃহস্পতিবার, আসানসোলে (Asansol) ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর! বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর।
আসানসোলে ফের চলল গুলি: পুরুলিয়া, রানাঘাট, হলদিয়ার পর এবার আসানসোল। গয়নার শোরুম, সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির পর এবার আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি।বৃহস্পতিবার তখন, বিকেল পৌনে চারটে। আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসে ৩ যুবক। তিনজনেরই মাথায় ছিল টুপি।
ঠিক কী ঘটেছিল?
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন চালকের আসনে বসে, অন্যজন ব্যস্ত মোবাইল ফোনে। আর একজন দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে। পাম্পের মহিলা কর্মী তেল ভরা শুরু করতেই, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালানোর চেষ্টা করে কোমরে হাত দিয়ে দাঁড়ানো যুবক। কিন্তু মিস ফায়ার হয়ে যাওয়ায় মহিলা কর্মী পালিয়ে যেতে সক্ষম হন।বেগতিক দেখে, শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড করল দুষ্কৃতীরা? মহিলাকর্মীকে চুলের মুঠি করে কেন গুলি চালাল তারা? টাকা পয়সা ছিনতাই না করেই কেন পালাল? কোথা থেকে এসেছিল তারা? খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে।
এর আগে, গত ২৯ অগাস্ট, ভরদুপুরে, নদিয়া ও পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়। বুধবার পূর্ব মেদিনীপুরে প্রায় ১৩ লক্ষ টাকা ডাকাতি হয় হলদিয়ার চকলালপুর দেউলপোতা ও গোরানখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ওই ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি কোনও টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত রফিকুল শাহজি ও গফ্ফর মোল্লার বাড়ি দক্ষিণ ২৪পরগনার জীবনতলা এলাকায়। তাদেরকে জেরা করে বাকিদের খোঁজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ফের স্বাভাবিকভাবে শুরু হবে সমবায় সমিতির কাজ। বাড়ানো হবে নিরাপত্তা।
আরও পড়ুন: Purulia News: ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর