নয়াদিল্লি : প্রথমবার ভোটের ময়দানে নেমেই 'মাস্টারস্ট্রোক' প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনাড কেন্দ্রের রেকর্ড মার্জিনে জয়ের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ৬ লক্ষর বেশি ভোট ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। এগিয়ে থাকার ব্যবধানও ছাড়িয়েছে ৪ লক্ষর মাত্রা। সামগ্রিক চিত্রটা পরিষ্কার হবে শীঘ্রই। এই আবহে এবার ওয়েনাডের মানুষের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করলেন কংগ্রেস প্রার্থী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এখানকার ভোটারদের ধন্যবাদ জানান তিনি।


এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্কা লেখেন, 'ওয়েনাডের আমার প্রিয় ভাই-বোনেরা, আমার উপর যে বিশ্বাস আপনারা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি অভিভূত হয়ে পড়ছি। আমি নিশ্চিত করব যে, সময়ের সঙ্গে সঙ্গে আপনারাও যাতে এই অনুভব করেন যে এই জয় আপনাদেরও জয় এবং যে মানুষটাকে আপনারা প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন তিনি আপনাদের আশা-স্বপ্ন বোঝেন এবং আপনাদের নিজের লোক হয়েই আপনাদের হয়ে লড়াই করব। সংসদে আপনাদের আওয়াজ হয়ে ওঠার দিকে আমি তাকিয়ে আছি।' 


 






ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য তিনি দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি মা ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রা, দুই সন্তান- রেইহান ও মিরায়াকে এবং ভাই ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে পথ দেখানো এবং সমর্থন জানানোর জন্য।


এ প্রসঙ্গে প্রিয়ঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, "এই সম্মান এবং যে ভালবাসা আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ । UDF-এ আমার সহকর্মীরা, কেরলের নেতৃত্ব, কর্মী, স্বেচ্ছাসেবক ও আমার অফিসের সহকর্মীরা যাঁরা ভোট প্রচারে কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ। কোনও খাবার ও বিশ্রাম ছাড়াই আমার দিনে ১২ ঘণ্টার গাড়ি-যাত্রা সহ্য করার জন্য আপনাদের দন্যবাদ। এর পাশাপাশি আমরা যে আদর্শে বিশ্বাস করি তার জন্য প্রকৃত সেনা হিসাবে লড়াই করার জন্যও আপনাদের ধন্যবাদ।"