পারথ: এক দিন, ২৪ ঘণ্টা। একদিনে যে কত কিছু বদলে যেতে পারে, পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে হাতেনাতে তার প্রমাণ মিলল। প্রথম টেস্টের প্রথম দিনে যেখানে ১৭ উইকেট পড়েছিল। সেখানে দ্বিতীয় দিনে পড়ল মাত্র তিন উইকেট। তবে তিনটি উইকেটই পড়েছে অস্ট্রেলিয়ার। গোটা দিনে ভারতীয় দল একটি উইকেটও হারায়নি।


যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কেএল রাহুলের (KL Rahul) দুরন্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের দখলে। ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। আপাতত ২১৮ রানে এগিয়ে ভারতীয় দল। যশস্বী ৯০ ও রাহুল আপাতত ৬২ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় সেশনে ৮৪ রান তুলেছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল দুই ব্যাটারই যেন দিনের শেষ পর্যন্ত ক্রিজে উপস্থিত থাকেন। রাহুল ও জয়সওয়াল যে সেই লক্ষ্যে সফল হলেন, তা বলাই বাহুল্য।


ম্যাচের শেষ সেশনটা খানিক দেখেশুনেই খেলেন দুই তারকা। কেএল রাহুল কেরিয়ারের ১৬তম টেস্ট অর্ধশতরান পূরণ করেন। যশস্বী ন্যাথান লায়ানের বিরুদ্ধে কয়েকটি বড় শট হাঁকানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি বুঝে দুই সেট ব্যাটার আবার নিজেদের গতিতেই ইনিংসকে এগিয়ে নিয়ে যান। প্রথম দিন পারথের পিচ যতটাই ব্যাটারদের জন্য চ্যালঞ্জিং ছিল। এদিনের পিচ ততটাই সহজ বলে মনে হচ্ছিল। এক সময় অস্ট্রেলিয়া কার্যত হাল ছেড়ে দিয়ে ব্যাটারদের ভুলের অপেক্ষায় রয়েছে বলেই একাধিক ধারাভাষ্যকর দাবি করেন। কিন্তু কেউই সেই ভুল করেননি। এই পরিপক্ক পার্টনারশিপের দৌলতেই ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের হাতে।


তবে শুধু রাহুল, যশস্বী নয়, এতে সমান কৃতিত্ব রয়েছে যশপ্রীত বুমরারও। তিনি অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে দিতে সবথেকে বড় ভূমিকা নেন। পাঁচ উইকেট আসে তাঁর দখলে। নিজের প্রথম বলেই ক্যারিকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন বুমরা। তবে দিনের বাকি দুই উইকেট আসে হর্ষিত রানার ঝুলিতে। মিচেল স্টার্ক শতাধিক বল খেলে ২৬ রান করায় কোনওক্রমে অজ়িরা শতরানের গণ্ডি পার করে। কিন্তু বর্তমানে যে অস্ট্রেলিয়া ম্যাচে অনেকটাই পিছিয়ে, তা বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফিলিপ হিউজ়ের মৃত্যুর এক দশক পার, অস্ট্রেলিয়ান প্রাক্তনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ