নয়াদিল্লি: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ফের মুখ খুললেন প্রিয়ঙ্কা গাঁধী। এবার তাঁর হাতিয়ার দুর্গামন্ত্র। দেবী দুর্গার শক্তিমন্ত্র টুইটের মাধ্যমে নাম না করে উত্তরপ্রদেশ প্রশাসনের হাতে তাঁর হেনস্থা হওয়ার প্রতিবাদ জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।





সোমবার, গেরুয়া বসনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির গভীর সম্পর্কের বিষয়টি উদ্ধৃত করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বদলা’ মন্তব্যের সমালোচনা করেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা বলেন, যোগীজি গেরুয়া বসন পরেন। সেটা (গেরুয়া রং) তাঁর ব্যক্তিগত নয়। গেরুয়া হল দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার অঙ্গ। হিন্দু ধর্মের প্রতীক। ওনার উচিত ওই ধর্ম অবলম্বন করা। এই ধর্মে বদলা ও হিংসার কোনও জায়গা নেই।
সম্প্রতি, আদিত্যনাথ ঘোষণা করেন, উত্তরপ্রদেশের হিংসায় যারা জড়িত ছিল, তাদের চিহ্নিত করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করে লোকসানের বদলা নেওয়া হবে। এই প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারা (সরকার) বদলা নেবেন। পুলিশ ও প্রশাসন নেই নির্দেশ অনুসরণ করছে। সম্ভবত, এই প্রথম কোনও মু্খ্যমন্ত্রীর মুখে শোনা গেল যে মানুষের বিরুদ্ধে বদলা নেওয়া হবে এবং ক্ষতিপূরণ আদায় করা হবে।ো
প্রিয়ঙ্কার গেরুয়া-মন্তব্যের পাল্টা দেন আদিত্যনাথও। জানান, যাঁরা বংশানুক্রমে রাজনীতি করছেন, তাঁরা জনসেবার মর্ম বুঝবেন না। টুইট করে তিনি বলেন, একজন সন্ন্যাসীর করা জনসেবামূলক কাজের পথে যারাই ব্যাঘাত ঘটাবে, তাদেরকেই শাস্তির সম্মুখীন হতে হবে। জনসেবার মূল্য ওরা কী বুঝবে, যারা বংশানুক্রমে রাজনীতিতে এসেছে এবং দেশকে ভুলে গিয়ে তোষণ করে চলেছে।