নয়াদিল্লি: আদানি ইস্যুতে সংসদে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযোগ নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন। সংসদে প্রবেশ করার পর থেকে কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধীও সেই প্রতিবাদ, বিক্ষোভে শামিল হয়েছেন। মঙ্গলবার সংসদভবন চত্বরে নজর কাড়ল তাঁর কাঁধে ঝোলানো ব্যাগটিও। কারণ ওই ব্যাগেও মোদি-আদানি সংযোগের কথা তুলে ধরলেন তিনি। আর সেই ব্যাগ দেখে প্রতিক্রিয়া জানালেন প্রিয়ঙ্কার দাদা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও। (Priyanka Gandhi Vadra)
মঙ্গলবার কুর্তা-সালোয়ারের উপর লম্বা ঝুলের কোট পরে সংসদে হাজির হন প্রিয়ঙ্কা। তাঁর কাঁধে ঝোলানো ছিল কাপড়ের একটি ব্যাগ, যা প্রত্যেকের নজর কাড়ে। ব্যাগের একদিকে মোদি এবং আদানির ব্যঙ্গচিত্র আঁকা ছিল, অন্য দিকে লেখা ছিল, 'মোদি-আদানি ভাই ভাই'। আজ সংসদভবন চত্বরে যখন ঢুকছেন প্রিয়ঙ্কা সকলের নজর যায় তাঁর ব্যাগটির দিকে। অনেকে আবার রাহুলকেও ডেকে দেখান। তাতে রাহুলকে বলতে শোনা যায়, "বেশ কিউট তো!" ব্যাগটির নকশা কার তৈরি, তা প্রিয়ঙ্কার কাছে জানতে চান রাহুল-সহ অনেকেই। (Modi-Adani Ek Hai Slogan)
আমেরিকায় আদানিদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। সেখান থেকে তোলা টাকায় আদানিরা ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি আধিকদের ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত আদায় করেছেন বলে অভিযোগ। সেই নিয়ে আদানিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আমেরিকার আদালত। এবারের শীতকালীন অধিবেশনে তাই গোড়া থেকেই মোদি-আদানি সংযোগ নিয়ে সরব বিরোধীরা। সংসদভবন চত্বরে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। বিরোধীদের অভিযোগ, বার বার আমেরিকার অভিযোগ নিয়ে আলোচনা চাইলেও, তাতে সায় দেয়নি সরকার। সেই আবহেই প্রিয়ঙ্কার ওই ব্যাগ নজর কাড়ল সকলের।
আজও সংসদভবন চত্বরে মোদি-আদানি সংযোগ নিয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। প্রিয়ঙ্কার ওই ব্যাগ সাংসদদের অনেকের কাঁধেই ঝুলতে দেখা যায়। এর আগে, মোদি-আদানির মুখোশ পরেও সংসদভবন চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা। তাঁদের মক ইন্টারভিউও নেন রাহুল। আদানি কাণ্ডে যৌথ সংসদীয় তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। আদানিদের নিয়ে আলোচনা না হওয়ায়, সংসদের অধিবেশনেও যোগ দিচ্ছেন না বিরোধী শিবিরের সাংসদরা। যদিও তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা এই বিক্ষোভে যোগ দেননি। তাঁদের দাবি, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা নিয়ে আলোচনা জরুরি। এমন চলতে থাকলে, সংসদের শীতকালীন অধিবেশনে কোনও আলোচনাই হবে না।
সোমবার সংসদভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধীরা। সেখান থেকে স্লোগান ওঠে, 'মোদি-আদানি এক হ্যায়', 'উই ওয়ান্ট জাস্টিস'। এর আগে, ৬ ডিসেম্বর সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন রাহুল। আদানি নিয়ে সংসদে আলোচনা হলে মোদির ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। সেই নিয়ে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিরোধীরা।