মুজফফরনগরের পর তাঁর মেরঠ যাওয়ার কথা। তাঁকে ও রাহুল গাঁধীকে কিছুদিন আগে মেরঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। তবে বিজনোরে নাগরিকত্ব আইন বিরোধী প্রদর্শনে মৃত ২ যুবকের পরিবারের সঙ্গে প্রিয়ঙ্কা দেখা করেছেন। উত্তর প্রদেশের মুজফফরনগরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে আহতদের সঙ্গে সাক্ষাৎ প্রিয়ঙ্কার
ABP Ananda, Web Desk | 04 Jan 2020 01:13 PM (IST)
মুজফফরনগরের পর তাঁর মেরঠ যাওয়ার কথা। তাঁকে ও রাহুল গাঁধীকে কিছুদিন আগে মেরঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। তবে বিজনোরে নাগরিকত্ব আইন বিরোধী প্রদর্শনে মৃত ২ যুবকের পরিবারের সঙ্গে প্রিয়ঙ্কা দেখা করেছেন।
মুজফফরনগর: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নেমে উত্তর প্রদেশের মুজফফরনগরে পুলিশি লাঠিচার্জে আহতদের সঙ্গে দেখা করলেন প্রিয়ঙ্কা গাঁধী ভঢরা। ২০ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্রতিবাদী বিক্ষোভে হিংসার জেরে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। সেদিনের বিক্ষোভে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ হয়, ভাঙচুর চলে দেনা ব্যাঙ্কে। হিংসা দমন করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এর ফলে যাঁরা আহত হয়েছে, তাঁদের সঙ্গে দেখা করতে মুজফফরনগর যান প্রিয়ঙ্কা। রোকেয়া পারভিন নামে এক মহিলার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সামনে বিয়ে। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের বাড়ি ঢুকে বহু জিনিসপত্র নিয়ে গিয়েছে। প্রিয়ঙ্কা জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনে রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছেন।