মুম্বই: ছপাক-এর প্রমোশনে আপাতত ভীষণ ব্যস্ত। তারই মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিক্রান্ত মাসে। তিনি বিয়ে করছেন এবং এ বছরই। পেশায় মডেল, বান্ধবী শীতল ঠাকুরকে বিয়ে করতে চলেছেন তিনি।

বিক্রান্ত ও শীতল ২০১৫ থেকে প্রেম করছেন। ইনস্টাগ্রামে ধরা রয়েছে তাঁদের একের পর এক সুন্দর মুহূর্তের ছবি।




শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত বিক্রান্ত ছোট পর্দায় পরিচিত মুখ। ওয়েব সিরিজ মির্জাপুর ও ডেথ ইন দ্য গঞ্জ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছপাক-এর পাশাপাশি তিনি রয়েছেন কার্গো ছবিতে। অনুরাগ কাশ্যপ প্রযোজনা করছেন ছবিটি।