কলকাতা: প্রোমোটিং-বিবাদে গতকাল আনন্দপুরে তাণ্ডবের পর, আজ থমথমে গোটা এলাকা। রাতভর পশ্চিম চৌবাগা এলাকায় পাড়ায় পাড়ায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহম্মদ সাজিদ ও নাদিম আসরফ নামে দুই দুষ্কৃতীকে। স্থানীয় সূত্রে খবর, প্রোমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সিন্ডিকেট-বিবাদ হয়। আর তার জেরেই গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি।
ঘটনা কী?
গতকাল ভর সন্ধেতে প্রোমোটিং বিবাদে আনন্দপুরে এলোপাথাড়ি গুলি চলে। ঘটনা আনন্দপুরের গুলশন কলোনির। শ্যুটআউটের জেরে আহত হন ২ জন। পুলিশ সূত্রে খবর, বহুতলের উপর থেকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এলোপাথাড়ি গুলিতে আহত হন ২ জন। তাঁদের নাম শওকত আলি এবং ভজন ভক্ত। ঘটনায় জখম শওকত আলিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভজন ভক্তকে ভর্তি করা হয় এনআরএসে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
আক্রান্তের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই দুষ্কৃতী তাণ্ডব হয়েছে ওই এলাকায়। শুধু তাই নয়, গুলিবিদ্ধরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছেন। যদিও দলীয়-যোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর লেকটাউন থানা এলাকার জিসি ঘোষ রোডে ঘরে ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে আসা পরিচিত এক যুবক, ৩০ ডিসেম্বর রাতে ব্যবসায়ী রাকেশ সিংয়ের বাড়িতে হানা দেন। রাকেশ দরজা খুলতেই তাঁকে গুলি করা হয়। গুলি লাগে রাকেশের পেটে। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মুখে মাস্ক পরে এসেছিলেন। তিনি রাকেশের পূর্ব পরিচিত। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল পারিবারিক বিবাদের কারণেই ওই ঘটনা ঘটে।
প্রোমোটিং-বিবাদে তাণ্ডব আনন্দপুরে, রাতভর তল্লাশি পুলিশের, থমথমে গোটা এলাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2021 02:57 PM (IST)
গতকাল ভর সন্ধেতে প্রোমোটিং বিবাদে আনন্দপুরে এলোপাথাড়ি গুলি চলে। ঘটনা আনন্দপুরের গুলশন কলোনির। শ্যুটআউটের জেরে আহত হন ২ জন। পুলিশ সূত্রে খবর, বহুতলের উপর থেকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -