সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের আমেজ অনেকটাই উধাও। ফের ঊর্ধ্বমুখী পারদ। ঠান্ডা যখন যাই যাই করছে, তখন আবার বৃষ্টির ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে শনিবার সকালেও।
ওড়িশা ও ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর,
পশ্চিমী ঝঞ্ঝার বয়ে আনা শুষ্ক ও শীতল হাওয়া অন্যদিকে, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে গরম জলীয়বাষ্প - এ দু’য়ের সংঘাতে এই বৃষ্টি।
বৃষ্টি হলে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রার কোনো হেরফের নেই। আগামী ৩-৪ দিন সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।


আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিক। তাপমাত্রা বাড়ায় শীতের আমেজ অনেকটাই কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে।