সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের আমেজ অনেকটাই উধাও। ফের ঊর্ধ্বমুখী পারদ। ঠান্ডা যখন যাই যাই করছে, তখন আবার বৃষ্টির ভ্রুকুটি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে শনিবার সকালেও।
ওড়িশা ও ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর,
পশ্চিমী ঝঞ্ঝার বয়ে আনা শুষ্ক ও শীতল হাওয়া অন্যদিকে, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে গরম জলীয়বাষ্প - এ দু’য়ের সংঘাতে এই বৃষ্টি।
বৃষ্টি হলে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রার কোনো হেরফের নেই। আগামী ৩-৪ দিন সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিক। তাপমাত্রা বাড়ায় শীতের আমেজ অনেকটাই কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে।
ফের ঊর্ধ্বমুখী পারদ, কাল কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2020 03:03 PM (IST)
বৃষ্টি হলে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রার কোনো হেরফের নেই। আগামী ৩-৪ দিন সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -