নয়াদিল্লি: বাবা কংগ্রেস ছাড়লেন। বাবার এই সিদ্ধান্তকে সোস্যাল মিডিয়ায় স্বাগত জানিয়ে তার প্রশংসা করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহানারায়ণম সিন্ধিয়া। বলেছেন, নিজের জন্য একটা স্পষ্ট অবস্থান নেওয়ায় বাবার জন্য আমার গর্ব হয়। একটা ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক ভেঙে ইস্তফা দেওয়া সহজ কাজ নয়। গতকাল থেকেই বিজেপির সঙ্গে জ্যোতিরাদিত্যের যোগাযোগের খবর নিয়ে জোর জল্পনা চলতে থাকে। তিনি বিজেপিতে যাচ্ছেন, তাঁকে কেন্দ্রের শাসক দল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করতে পারে বলে খবর ছড়ায়। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস ছাড়েন তিনি। তাঁর সঙ্গেই পদত্যাগ করেন মধ্যপ্রদেশের ২০ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক, যার জেরে কমলনাথ সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। জোর খবর, আজ সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য। তাঁর ছেলে ট্যুইটে আরও লিখেছেন, যখন একথা বলি যে, আমার পরিবার কখনও ক্ষমতার জন্য় লালায়িত হয়নি, তখন ইতিহাসই তার সাক্ষ্য দেয়। যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইমতো ভারত এবং মধ্যপ্রদেশে, যেখানে আমাদের ভবিষ্যত্ রয়েছে, পরিবর্তন ঘটাব আমরা, যার প্রভাব পড়বে। সিন্ধিয়া পরিবারের আরেকজন যশোধরা রাজেও জ্যোতিরাদিত্যের ‘সাহসী পদক্ষেপে’র প্রশংসা করেছেন। সম্পর্কে জ্যোতিরাদিত্য তাঁর ভাগ্নে। বিজেপি বিধায়ক যশোধরা তাঁর কংগ্রেস ছাড়াকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করে বলেছেন, জাতীয় স্বার্থেই এমন সিদ্ধান্ত।