নয়া দিল্লি: চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম সম্মানীয় পুরস্কার হল পুলিৎজার (Pulitzer Prize )। সেই সম্মান দ্বিতীয়বারের জন্য পেলেন আফগানিস্তান-তালিবান যুদ্ধে নিহত ভারতীয় চিত্রসাংবাদিক (Photo Journalist) দানিশ সিদ্দিকী৷ ২০২২ সালের পুলিৎজার প্রাপকদের মধ্যে তিনি ছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিন সাংবাদিক আদানান আবিদি (Adnan Abidi), সান্না ইরশাদ মাত্তু (Sanna Irshad Mattoo), অমিত দাভে (Amit Dave) এই পুরস্কার পেয়েছেন৷                  


ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য দানিশ সিদ্দিকীকে এই মরণোত্তর সম্মান প্রদান করা হল। করোনা মহামারির সময় ভারতে হাহাকারের দৃশ্য তুলে ধরেই সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।  এর আগে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। 


উল্লেখ্য, সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারে আফগান বাহিনী এবং তালিবানের যুদ্ধের খবর করতে গিয়ে নিহত হন দানিশ।  


আরও পড়ুন, লোডশেডিংয়ের আজব পরিণতি, অন্ধকারে হবু শ্যালিকাকেই বিয়ে করে ফেললেন বর






হাঙ্গেরিয়ান-আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কারের সূচনা করেন৷ তাঁর নিজের একটি সংবাদপত্র ছিল৷ ১৯১১-য় তাঁর মৃত্যুর সময় জোসেফ তাঁর সব অর্থ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দিয়ে যান ৷ এর একটি অংশ দিয়ে ১৯১২ সালে সাংবাদিকতার একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়৷ বাকি অর্থ দিয়ে ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়৷


পুলিৎজার পুরস্কার বোর্ড সোমবার ইউক্রেনের সাংবাদাদিকদের সহনশীলতারও প্রশংসা করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন হামলা করেছিল। অন্যদিকে ২০২১ সালের ৬ জানুয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল বিল্ডিংএর হামলার তীব্র নিন্দা করা হয়েছে।