সুনীত হালদার, হাওড়া: পুলওয়ামা কাণ্ডে শহিদ সেনা জওয়ান বাবলু সাঁতরার স্মৃতিতে তাঁর বাড়ির কাছে পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে কাঞ্চনবাণী সিনেমা হলের কাছে তাঁর মূর্তির উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক পুলক রায়। এর পাশাপাশি বাউরিয়ার কাঞ্চনবাণী সিনেমা হল থেকে গঙ্গারঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার নতুন নামকরণ করা হয় শহিদ বাবলু সাঁতরা সরণি।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নিহত হন বাবলু সাঁতরা। আজ বাউরিয়া থানার চককাশিতে এক অনুষ্ঠানে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, দক্ষিণ উলুবেড়িয়া কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং তাঁর পরিবারের লোকজন। তাঁর মা বনমালা সাঁতরা জানিয়েছেন ছেলের মূর্তি বসানোয় তিনি খুশি। গ্রামের মানুষ তাঁকে মনে রেখেছে ভেবে তাঁর ভালো লাগছে। অভয় দাস বলেন, পুরসভার পক্ষ থেকে শহিদ সেনা জওয়ান বাবলু সাঁতরা শ্রদ্ধা জানানোর জন্য তাঁর পূর্ণাঙ্গ মূর্তি এবং রাস্তার নামকরণ করা হয়েছে। পুরসভা ওই শহিদ পরিবারের পাশে রয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনার মৃত্যু হয়। এরপর পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল বিজেপি সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কাশ্মীরে আরও বড় মাপের হামলা চালায় জঙ্গিরা। ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে। ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে জঙ্গিদের হামলায় নিহত হন ৪০ জন জওয়ান। আহত হন ৪১ জন।