ডিআইওয়াই মাস্কের কথা হয়তো শুনে থাকবেন, কিন্তু সোনার মাস্ক, এমন শুনেছেন কখনও ? এই বিস্ময়কর ঘটনাটাই ঘটেছে মহারাষ্ট্রের পুণায়। পিমপ্রি-ছিঞ্চওয়াড় জেলায় লাখ তিনেক টাকা দামের সোনার মাস্কে মুখ ঢেকে ঘুরছেন এক ভদ্রলোক। শঙ্কর কুড়াদে নামে ওই ব্যক্তির ছবিটি ভাইরাল হতে শুরু করেছেন।

আপাতত শঙ্কর আলোচনার কেন্দ্রে। খাঁটি সোনায় তৈরি তাঁর মাস্কটির মূল্য ২ লক্ষ ৮৯ হাজার টাকা। সোনার খুব পাতলা পাত ব্যবহার করে তৈরি করা হয়েছে মাস্কটি যাতে কোনও অংশে ভারি হয়ে নাকে-মুখে চাপ না পড়ে। আবার খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রও রাখা হয়েছে মাস্কে, যাতে শ্বাস-প্রশ্বাসে কোনও বাধা সৃষ্টি না হয়। এ ভাবে তৈরি মাস্কটি মানুষের মনে চাঞ্চল্য সৃষ্টি করলেও এটি করোনাভাইরাসকে শরীরে প্রবেশ করতে কতোখানি বাধা দেবে সে সম্পর্কে নিশ্চিত নন শঙ্কর।


মূল্যবান ধাতু দিয়ে কিছুদিন আগে মাস্ক তৈরি করেছিলেন কর্ণাটকের এক গহনা প্রস্তুতকারক সংস্থার মালিক। বেলগাম ডেলার বাসিন্দা সন্দীপ সাগাওঙ্কার অবশ্য মাস্ক তৈরি করেছিলেন রুপো দিয়ে। করোনা আবহে এক ঘনিষ্ঠজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ওই মাস্ক তৈরি করেন বলে জানিয়েছিলেন তিনি। তবে তাঁর ওই মাস্ক দেখার পর অনেকেই উৎসাহিত হন। সে জন্য নিজের গয়নার দোকানে রুপোর মাস্ক তৈরি করা শুরু করেছেন। চেনা-শোনা সম্ভ্রান্তজনের মধ্যে তা বিক্রিও শুরু হয়ে গিয়েছে।