নয়া দিল্লি: আজ শপথ নেওয়ার পর প্রথম বৈঠকে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নেতৃত্বে পাঞ্জাব মন্ত্রিসভা রাজ্যের বিভাগ, বোর্ড এবং কর্পোরেশনগুলিতে বিপুল সংখ্যক সরকারি চাকরির অনুমোদন দিয়েছে। 


প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিভিন্ন সরকারি দফতরে ২৫ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিভিন্ন দফতর, বোর্ড ও কর্পোরেশন গুলিতে কর্মী নিয়োগ হবে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, পঞ্জাব পুলিশে ১০ হাজার ও অন্যান্য দফতরে ১৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। টুইটারে মুখ্যমন্ত্রী মান এই সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, “এক মাসের মধ্যে ২৫ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নির্বাচনের আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যুবদের কর্মসংস্থাকেই তৎপরতার সঙ্গে প্রাধান্য দেবে আম আদমি পার্টি সরকার।”






শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পঞ্জাবের নতুন ১০ মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুভেচ্ছা বার্তা দিয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী মানও। শুধু তাই নয়, তিনি আরও লিখেছেন, পঞ্জাবের মানুষ আমাদের সবথেকে বড় দায়িত্ব দিয়েছেন। দিন রাত করে পঞ্জাবের মানুষকে একটা বিশ্বাসের সরকার উপহার দেওয়ার বার্তা সে রাজ্যের মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন মান।


সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মানকে মোট ১৮ জনের মন্ত্রিসভা তৈরি হবে পঞ্জাবে। তবে এদিন ১০ জন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কিন্তু আগামিদিনে মন্ত্রিসভা আরও বাড়াতে পারেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে।